header banner

সরকারি কর্মীর স্বীকৃতি সহ তেরটি দাবি নিয়ে বাঁকুড়ায় বিক্ষোভ মিড-ডে-মিল কর্মীদের

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি সহ ২১ হাজার টাকা মজুরী, বছরে ১০ মাস নয়, ১২ মাসেরই বেতন সহ তেরটি দাবিতে এবার আন্দোলনে নামল সারা বাংলার মিড ডে মিল কর্মী ইউনিয়ন। বুধবার এ.আই.ইউ.টি.ইউ.সি অনুমোদিত এই সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচীতে অংশ নেন।

{link}

এদিন জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে লেখা স্মারকলিপিতে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের বাঁকুড়া জেলা শাখার সদস্যারা জানিয়েছেন, 'হাড়ভাঙ্গা পরিশ্রম' করে মাসিক বেতন মেলে মাত্র ১৫০০ টাকা। তাও আবার বছরে ১০ মাস দেওয়া হয়। প্রাপ্য ঐ টাকা গ্রুপের সদস্যাদের মধ্যে ভাগ করে নিতে হয় সকল কর্মীদের। তাঁদের অভিযোগ, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারেও তাঁদের বেতন বাড়েনি। কিন্তু হরিয়ানাতে কেন্দ্রের দেওয়া ৭০০ টাকা সহ ৬ হাজার, কেরলে ৯ হাজার, তামিলনাড়ুতে সরকারী কর্মীর মর্যাদা সহ ৯ থেকে ১২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়। সেইসব রাজ্যের কর্মীদের সঙ্গে তুলনা করলে বঞ্চিত এরাজ্যের মিড.ডে.মিল কর্মীরা। এছাড়াও এই প্রকল্পের বেসরকারীকরণ রদ সহ আরও তেরটি দাবি জানিয়ে এদিন আন্দোলন করেন মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা।

{link}

তাঁদের আরও অভিযোগ, কোভিড পরিস্থিতিতে তাঁরা কাজ করার সত্বেও প্রাপ্য বেতন তাঁরা পায়নি। এছাড়া সরকার প্রত্যেকটি শিশুর জন্য যে পরিমাণ টাকা ও চাল ডাল বরাদ্দ করে তাতে ঠিকমত চালাতে পারেননা তাঁরা। ফলত বেশ সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা। এই অবস্থায় তাঁদের দাবিপূরণের জন্য তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। 

{ads}
 

News Mid Day Mill Workers Union AIUTUC Movement Bankura West Bengal India বাঁকুড়া সংবাদ

Last Updated :