header banner

জুট মিল খোলার দাবিতে হাওড়া জুট মিলের সামনে বিক্ষোভ শ্রমিকদের

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ অবিলম্বে জুট মিল খোলার দাবিতে মিলের শ্রমিকদের বিক্ষোভ। মঙ্গলবার সকালে বিক্ষোভ সমাবেশ হল হাওড়া জুট মিলের গেটের সামনে। বিক্ষোভের পরবর্তীতে পথ অবরোধও করেন তারা। অবরোধ তুলতে গেলে পুলিশ কে ঘিরে ব্যাপক বিক্ষোভ শ্রমিকদের।

{link}

সূত্রের খবর, চলতি বছরের ১১ই ফেব্রুয়ারি মিলে সাস্পেনসন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিল বন্ধ করেন কর্তৃপক্ষ। কারণ হিসেবে দেখানো হয় বিদ্যুতের বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। তাই মিল বন্ধ। তারপর থেকে প্রায় ২৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। শ্রমিকদের অভিযোগ , প্রায় দেড় বছর কারখানা বন্ধ। বারংবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনরকম সুরাহা হয়নি। এ বিষয়ে সরকার ও কোন পদক্ষেপ নিচ্ছে না বলে তাদের অভিযোগ। তাদের আরও অভিযোগ,কর্তৃপক্ষের কাছে মিল খোলার দাবি জানালে বারবার তারা মিটিং ডাকার পরেও মিল খোলার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন।

{link}

 তাই মঙ্গলবার সকালে তারা পথ অবরোধে করতে বাধ্য হন। তাদের দাবি, শীঘ্রই মিলের সমস্ত কর্মীদের বকেয়া টাকা মেটাতে হবে। দ্রুত মিল খোলার ব্যবস্থা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন শ্রমিকরা। উল্লেখ্য, এদিন বি সি এম ইউ এবং বি এম এস যৌথভাবে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে।

{ads}
 

News Mill workers protest demanding immediate reopening of jute mill Protest rally Howrah jute mill Howrah West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :