header banner

তুমলুকে স্টেট ব্যাঙ্কের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা, বিপাকে গ্রাহক

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ স্টেট ব্যাঙ্কের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা। ব্যাঙ্কের পাস বই আপ-টু-ডেট করতেই চক্ষু চড়ক গাছ গ্রাহকের। ঘটনাটি জানতে পেরেই ব্যাঙ্কের এসে হাজির হন গ্রাহক। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রামতারক এলাকায়।

{link}

স্থানীয় সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রামতারক এলাকায় স্টেট ব্যাঙ্কের গ্রামীণ শাখা রয়েছে। সেখানেই এলাকার স্থানীয় বাসিন্দারা নিজেদের গচ্ছিত টাকা জমা রাখেন। সেই মতন ওই এলাকার স্থানীয় এক মহিলা জ্যোৎস্না শীটও ওই ব্যাঙ্কে ১ লক্ষ ৪৭ হাজার টাকা রাখেন। আচমকাই বুধবার সকালে পাস বই আপ-টু-ডেট করতে এসে দেখেন টাকা উধাও। অ্যাকাউন্টে  পড়ে রয়েছে মাত্র ১৮০০ টাকা। তারপরেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় ওই মহিলা গ্রাহকের। টাকা কোথায় গেল জানতে চান ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেনি ওই মহিলাকে। এরপর ঘটনাটি জানাজানি হতেই ব্যাঙ্কের সামনে জড়ো হন কয়েকশো বাসিন্দারা।

{link}

তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ব্যাঙ্কের পাস বই আপটুডেট করতে কার্যত উপচে পড়ে ভিড়। এরপর ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ। সর্বস্বান্ত গ্রাহক জ্যোৎস্না শীট বলেন তার ব্যাঙ্কে ১ লক্ষ ৪৭ হাজার টাকা ছিল। কিন্তু বুধবার সকালে ব্যাঙ্কে এসে তিনি দেখেন মাত্র ১৮০০ টাকা রয়েছে। তার অভিযোগ, সব টাকা ব্যাঙ্কের ম্যানেজার নিয়ে নিয়েছে। আপাতত তিনি তার সব টাকা ফেরত চান। যদিও এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্টেট ব্যাঙ্কের মত একটি নামীদামী ব্যাঙ্ক থেকে দিনে দুপুরে কিভাবে কর্পূরের মত টাকা উবে গেল সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

{ads}    

News Millions of rupees disappeared from State Bank customer's account Tamluk State Bank East Medinipur West Bengal India তমলুক পূর্ব মেদিনীপুর সংবাদ

Last Updated :