header banner

কমনওয়েলথে সোনাজয়ী অচিন্তের বাড়িতে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, দিলেন চাকরির প্রতিশ্রুতি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার সোনার ছেলে অচিন্ত্য শিউলি। এখন সবার মুখে মুখে তার নাম শুনতে পাওয়া যাচ্ছে।বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারোত্তোলনে সোনা জিতে নজির গড়েছেন তিনি। হাওড়ার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য শিউলির সোনা জয়ের খবরে সোমবার তার বাড়িতে যান রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি অচিন্ত্যের দাদা ও মায়ের সঙ্গে কথা বলেন। তাঁদের পরিবারের আর্থিক পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন। 

{link}

তিনি জানান, অচিন্ত্যর সঙ্গে তার রবিবার রাতেই ফোনে কথা হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে তাদের বেশ কিছু আর্থিক সমস্যার কথাও তিনি জেনেছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনিও তাঁর পাশে আছেন। তিনি আরও জানান যে, তাঁর পরিবারের অনুরোধ অনুযায়ী যা কথা হয়েছে তার সবই পূরণ করা হবে। পাশাপাশি এখন দমকল বিভাগে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন অচিন্ত্যের দাদা। তাঁর চাকরির স্থায়িকরণের জন্য তিনি দমকল মন্ত্রী সুজিত বোসের সঙ্গে কথা বলবেন। তিনি আশা প্রকাশ করেন সুজিত বোস রাজি হয়ে যাবেন। এছাড়াও তিনি জানান,  দমকল মন্ত্রী যদি রাজি না হয় তবে তিনি তার স্পোর্টস  কোটা থেকে তাকে চাকরি পাইয়ে দেবেন।স্পোর্টস কোটা থেকে   চাকরি পাইয়ে দেওয়ার অধিকার তার রয়েছে। একটি কোটা এখনও বেঁচে আছে। সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে তিনি সেটাকে প্রয়োগ করবেন। তবে দমকলের চাকরিতে পারিশ্রমিক বেশি আর অচিন্ত্যের দাদা যেহেতু তিন বছর ওখানে চাকরি করে এসেছে। তাই ওটার জন্যই তিনি আগে  চেষ্টা করবেন বলে জানান। 

{link}

সোমবার মন্ত্রীর আশ্বাস ও মন্ত্রী নিজে তাদের বাড়িতে আসায় খুবই খুশি অচিন্ত্যের মা ও দাদা। অচিন্ত্যের দাদা জানান, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির চাকরির স্থায়িকরণের কথায় আশার আলো দেখছেন তিনি।অচিন্ত্য এই বিষয়ে সবসময় চিন্তায় থাকতেন।এবার কিছুটা হলেও চিন্তামুক্ত হতে পারবে সে।আর তার চাকরি পার্মানেন্ট হয়ে গেলে তার ভাইকেও কিছুটা সাহায্য করতে পারবে সে।মন্ত্রীর আশ্বাসে কিছুটা হলেও চিন্তামুক্ত অচিন্ত্যর পরিবার।  
{ads}

News Howrah Birmingham Commonwealth Games 2022 Sports সংবাদ খেলা হাওড়া

Last Updated :