header banner

হিজাব পরার ব্যক্তি স্বাধীনতা রক্ষায় কয়েকশো ছাত্রী মিছিল টাকি রোডে

article banner

নিজস্ব সংবাদদাতা,উত্তর চব্বিশ পরগণাঃ কর্ণাটকে হিজাব বিধিনিষেধের বিরুদ্ধে এবার সুর চড়াল বসিরহাট মহাকুমার বিভিন্ন মাদ্রাসা এবং কলেজের ছাত্রীরা। হিজাব পরার ব্যক্তি স্বাধীনতা রক্ষায় আজ কয়েকশো ছাত্রী মিছিল শুরু করলো টাকি রোডে।

{link}

সূত্রের খবর,এদিন মাটিয়া থানা খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের টাকি রোডে কয়েকশো ছাত্রী হিজাব পরে  প্রায় ৫ কিলোমিটার পদযাত্রা করলেন। প্রত্যেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড।শিক্ষা ও পোশাক স্বাধীনতার দাবিতে এদিন মুসলিম ছাত্রীরা রাস্তায় নেমে মহা মিছিল করে। বিশিষ্ট সমাজসেবী  বিল্লাহ ইসলামের নেতৃত্বে ছাত্রীরা তাদের পোশাক স্বাধীনতায় হস্তক্ষেপ করায় গর্জে ওঠে। ছাত্রী আয়েশা খাতুন তানিয়া সুলতানা বলেন, যেভাবে শিক্ষাক্ষেত্রে ও অগণতান্ত্রিক পদ্ধতিতে হস্তক্ষেপ করা হচ্ছে সেটা কখনো ভারতবর্ষের মতো দেশে কাম্য নয়। আমরা যেমন শিক্ষার স্বাধীনতা চাই তেমনই চাই পোশাকের স্বাধীনতাও। তাই আজ আমরা মিছিল করলাম।

{link}

 একদিকে পথচলতি বিশিষ্টজন মানুষ ও গুণীজনদের বিষয়টি নজরে আনা, অন্যদিকে পোশাক পরিধানের অধিকার রক্ষায় সংখ্যালঘু ছাত্রীরা দায়বদ্ধ।সবমিলিয়ে পোশাক বিতর্ক আর পিছু ছাড়ছেনা। কে ঠিক আর কেই বা বেঠিক তাও স্পষ্ট নয়। তবে এই নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে যে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত সেই নিয়ে কোন সন্দেহ নেই। শেষ পর্যন্ত কি হবে পরিনতি? তা যাই হোক না কেন, পোশাক ঘিরে অশান্তি আর যাই হোক অন্তত দেশের মানুষ চাইছেন না বলেই বিশেষজ্ঞ মহলের ধারনা।

{ads}  
 

News Minority students strike Hijab ban in Karnataka Basirhat North 24 Pargana West Bengal India সংখ্যালঘু ছাত্রী আন্দোলন বসিরহাট সংবাদ

Last Updated :