header banner

পাথরের ষাঁড়কে জল খাওয়া দেখতে ভীড়, জল খাওয়ালেন আসানসোলের কাউন্সিলর

article banner

নিজস্ব সংবাদদাতা,আসানসোলঃ আজ থেকে এক দশক আগে গণেশের দুধ খাওয়া ঘটনাকে ঘিরে সারা দেশে আলোড়ন পড়ে গিয়েছিল। গণেশ দুধ আদপে খেয়েছিল কিনা তা জানা না গেলেও লক্ষ লক্ষ লিটার দুধ যে নষ্ট হয়েছিল সে বিষয়ে কোন সন্দেহ নেই।  বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে জনগণের মধ্যে এখনো দেবদেবী নিয়ে ভ্রান্ত ধারণা যায়নি।

{link}

 বুধবার সকাল থেকে আসানসোল পৌরনিগমের ২৩ নং ওয়ার্ডের এক শিব মন্দিরে পূজো দিতে এসে ভক্তরা খেয়াল করেন মন্দিরের সামনে পাথরের শিবের বাহন নন্দী বা ষাঁড় জল খাচ্ছে। সাথে সাথে জলের বদলে দুধ এনে ষাঁড়ের মুখের সামনে ধরতে সেই দুধও নিমেষে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই খবর আগুনের থেকে দ্রুত গতিতে এলাকায় ছড়িয়ে পড়ে এমনকি অন্যান্য ওয়ার্ড থেকে ভক্তরা ভীড় জমাতে শুরু করেন। সন্ধ্যার সময় খবর পেয়ে এলাকার কাউন্সিলর সি কে রেশমা রামকৃষ্ণন মন্দিরে আসেন এবং তিনিও ষাঁড়কে চারবার দুধ খাওয়ালেন। পরে তিনি জানান, এলাকাবাসীদের এবং দেশের শান্তি কামনায় ভক্তরা মন্দিরে পূজো দিতে এসে লক্ষ করেন শিবের বাহন নন্দী জল খাচ্ছে। সেই খবর সকাল থেকে চর্চার বিষয় হয়ে গেছে। তাই তিনি চাক্ষুষ দেখার জন্য মন্দিরে এসে নন্দীকে চারবার জল খাওয়ালেন। তার বিশ্বাস এবার জনগণের ভালো হবে।

{link}

 উল্লেখ্য কয়েকবছর আগেও একই ঘটনা সারা ভারতে ঘটেছিল। সেসময় বৈজ্ঞানিকভাবে যাচাই করে জানা যায় কোন কারণে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার দরুন  সব পাথরের জল শুষে নিচ্ছিল। সেটা কোন মন্দিরের হোক বা খোলা মাঠে রাখা পাথরের জল। তবে এবারে কি কারণে পুনরায় একই ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

{ads} 
 

News Misconception about gods Asansol West Bengal India আসানসোল পশ্চিমবঙ্গ সংবাদ

Last Updated :