header banner

নদীয়ায় সোনা দোকানের ব্যাবসায়ীকে লক্ষ্য করে গুলি, পলাতক দুষ্কৃতীর দল

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ রাতের অন্ধকারে এক সোনার দোকানের ব্যাবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশীপাড়া থানা এলাকার বেথুয়া ডহরি বাজারে। জানা যায়, বুকের ডান দিকে গুলি লাগে ওই ব্যবসায়ীর।

{link}

স্থানীয় সূত্রের খবর, সাগর দীঘির বাসিন্দা সাক্ষী গোপাল বিশ্বাস(৩৮) প্রতি দিনের মত রাত আটটা নাগাদ তার সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় গুলি করে পালিয়ে যায় ওই ব্যাক্তিকে। এরপর পথচলতি কিছু মানুষ ওই ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তার বাড়ির লোককে খবর দেয়। দুর্ঘটনার খবর পেয়েই তার পরিবার এবং প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। এরপর শক্তিনগর জেলা হাসপাতালে তাকে নিয়ে আসা হলে চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে তার শরীরে আটকে থাকা গুলি বার করেন। বর্তমানে গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

{link} 
   
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। তবে রাজ্যে যে হারে একের পর এক বোমাবাজি ও গুলিবিদ্ধের ঘটনা বেড়ে চলেছে, তা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে প্রশাসনের ভূমিকা। আপাতত এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

{ads} 
 

News Miscreants opened fire in the street targeting a goldsmith Bethua Dahri Bazar Nakashipara Police Station Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :