header banner

বন্দরে ঢোকার সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী

article banner


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ আবারও ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক মৎস্যজীবি। মৎস্য শিকার করে পেটুয়া মৎস্য বন্দরে ঢোকার সময় ঘটে এই বিপত্তি। জানা গেছে নিখোঁজ মৎস্যজীবীর নাম আর্য বার্গ (২৮)। তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দুবদা গ্রামের বাসিন্দা। একের পর এক মৎস্য শিকারে যাওয়া মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনায় আতঙ্কে মৎস্যজীবীরা।

{link}

সূএের খবর, শুক্রবার সন্ধ্যায় সমুদ্র থেকে মৎস্য শিকার করে পেটুয়া মৎস্য বন্দরের ঢুকছিল " মা সিন্ধু " নামে একটি ট্রলার। আচমকাই ট্রলারে থাকা এক মৎস্যজীবী নিচে পড়ে যান। জানা যায় তখন সমুদ্রে জোয়ার চলছিল। যার ফলে নিমেষের মধ্যে সমুদ্রে অদৃশ্য হয়ে যান ওই মৎস্যজীবী। অন্যান্য মৎস্যজীবীরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাননি। এরপর বাকি মৎস্যজীবীরা জুনপুট উপকূল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ও মৎস্যজীবী সংগঠনের আধিকারিকরা দফায় দফায় তল্লাশি শুরু করেন। শনিবার সকাল পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর কোথাও সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে জুনপুট উপকূল থানার পুলিশ৷  

{link}

প্রসঙ্গত, সাম্প্রতিক এক মাস আগে পেটুয়া মৎস্য বন্দরে ঢোকার কিছুটা আগে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে মাঝি সহ বেশ কয়েকজন মৎস্যজীবীর মৃত্যু হয়৷ তারপরেও একটি ট্রলার থেকে নিখোঁজ হয়ে যায় মৎস্যজীবী৷ একের পর এক বিপত্তির ঘটনায় মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নিখোঁজ মৎসজীবীকে উদ্ধার করতে জোরদার তল্লাশি শুরু করেছে জুনপুট উপকূল থানার পুলিশ থেকে মৎস্যজীবী সংগঠনের সদস্যরা।

{ads} 

News Missing a fisherman Petua fissing harbor Dubda village Egra Police Station Contai East Medinipur West Bengal India কাঁথি পেটুয়া মৎস্য বন্দর সংবাদ

Last Updated :