header banner

বাংলায় নিম্নচাপের আশঙ্কা, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ ফের বাংলায় নিম্নচাপের ভ্রুকুটি। হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গের উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। যার জেরে মৎস্যজীবীদের জন্য জারি করা হল লাল সতর্কতা। জানা গিয়েছে, আগামী ৮ আগস্ট অর্থাৎ সোমবার থেকে ১১ আগস্ট পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে হবে বৃষ্টিপাতও। আর সেই কারণেই মৎস্যজীবীদের ৮ থেকে ১১ আগস্ট উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

{link}

৭ তারিখ রাতের মধ্যেই সমুদ্র উপকূল থেকে সমস্ত মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলাকালীন সেই এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ওই চারদিন জারি থাকবে লাল সতর্কতা। সুন্দরবন এলাকার একটি বড় অংশের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি সহ দক্ষিণ ২৪ পরগনার এই সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ, আবহাওয়া আবারও প্রতিকূল। আর সেই কারণে সোমবার (৮ অগস্ট) থেকে আগামী বৃহস্পতিবার (১১ অগস্ট) পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস দফতর। সুন্দরবন এলাকার বিভিন্ন মৎস্যজীবী সংগঠনগুলিকে এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে শুরু করেছে মৎস্যজীবী সংগঠনগুলি।

{link}

ইতিমধ্যেই সমুদ্রে থাকা ট্রলারগুলিকে নিকটবর্তী কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতির কাজ করছে সেচ দপ্তর। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকার পর্যটন কেন্দ্রগুলিকে জারি করা হয়েছে লাল সর্তকতা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

{ads} 
 

News Monsoon Heavy rain Thunder Weather office Coastal area Red alert for fisherman Sundarban West Bengal India নিম্নচাপ সুন্দরবন সংবাদ

Last Updated :