header banner

বৃষ্টি লাভের আশায় গ্ৰামে পায়েস রান্না করে বিলি বর্ধমানে

article banner


নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টির। গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট সাধারণ মানুষের প্রাণ। তাই বৃষ্টির আশায় পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদেরকে একত্রিত করে পায়েস রান্নার আয়োজন করলেন গ্রামের সাধারণ মানুষ। সোমবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বুজরুকদিঘী গ্রামের লালপুর পাড়ায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পায়েস রান্নার এই অভিনব আয়োজন করা হয়।

{link}

কিন্তু পায়েস রান্নার পরেও মেলেনি বৃষ্টির দেখা। উদ্যোক্তাদের তরফ থেকে জানা যায়,  শুধু এবছর বৃষ্টি হয়নি বলে নয় প্রতিবছরই বৃষ্টির আশায় এভাবেই পাড়ার ছেলেমেয়েদের একত্রিত করে পায়েস রান্নার আয়োজন করা হয়। তাদের বিশ্বাস, পায়েস রান্না করলেই হয়তো বৃষ্টি নামবে। তাই প্রতিবছর এই সময় স্থানীয় বাসিন্দারা ইন্দ্রদেবকে তুষ্ট করার জন্য পায়েস রান্নার এই অভিনব আয়োজন করে থাকেন।

{link}

দীর্ঘদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। তীব্র গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। চাষাবাদ নিয়ে সমস্যার মধ্যে পড়েছেন কৃষকরা। এই মুহূর্তে একপষলা বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে আমজনতা। তাই বজরুক অঞ্চলের সাধারণ মানুষ তাদের অভিনব পন্থার দ্বারা বৃষ্টিকে আহ্বান জানালেন। এখন দেখা যাক পায়েস রান্নার উদ্দেশ্য কবে সফল হবে।

{ads} 
 

News Monsoon season Hoping for rain Lalpur Bujrukdihi East Burdwan West Bengal India বুজরুকডিহি পূর্ব বর্ধমান সংবাদ

Last Updated :