header banner

উত্তরবঙ্গে ধ্বসের কারনে আগামী সাতদিন বন্ধ ট্রয় ট্রেন

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ বর্ষার মরশুম শুরু হওয়ার সাথে সাথেই বিধ্বংসী রূপ উত্তরবঙ্গের। তাই পাহাড়ে ধ্বসের কারনে আগামী সাতদিন বন্ধ থাকবে ট্রয় ট্রেন। বৃহস্পতিবারে রেলের তরফ থেকে এই খবর যাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

{link}

প্রসঙ্গত, বৃষ্টি এবং ধ্বসের কারনে পুরোপুরি বিপর্যয় নেমে এসেছে সিকিম সহ গোটা পাহাড়ি এলাকা জুড়ে। দার্জিলিং এ ধ্বসের কোন খবর পাওয়া না গেলেও এলাকা জুড়ে প্রচুর গাছ পড়ে আছে বলে জানা যায়। ফলে পর্যটক নিয়ে গাড়ি ওঠা নামাতে প্রচণ্ডভাবে সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদের। সিকিমের অবস্থা এখনো ঠিক না হওয়ার কারনে বন্ধ রাখা হয়েছে পরিবহন ব্যাবস্থা। একান্ত প্রয়োজনীয় না হলে পাহাড়ে উঠতে দেওয়া হচ্ছে না কোন যানবাহনকেই।এই অবস্থায় ট্রয় ট্রেনকে চালানো সমিচীন বলে মনে করছে না রেল।

{link} 

রেল দপ্তরের এক অধিকর্তা যিনি বর্তমানে ঘুমে কর্মরত তিনি জানিয়েছেন, বৃষ্টি না হলেও পাহাড়ের অবস্থা ভালো নয়। তার মধ্যে যাত্রী নিয়ে চলাচল করা প্রচণ্ড বিপদজনক। তাই তারা এক সপ্তাহের জন্য ট্রয় ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কারন ট্রয় ট্রেনের চলাচলের রাস্তা বর্তমান পরিস্থিতিতে একেবারেই নিরাপদ নয়। যেকোন সময়ে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই পরিস্থিতি চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন রেল দপ্তরের আধিকারিকেরা।

{ads}

News Monsoon season Troy train Railways Darjeeling Sikkim North Bengal West Bengal India উত্তরবঙ্গ সংবাদ

Last Updated :