header banner

আলিপুরদুয়ার জলমগ্ন, ভুটান পাহাড়ের জলে ভয়াল রূপ হাসিমারা ঝোরার

article banner

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ বর্ষার প্রথম ইনিংস এই বিপর্যস্ত আলিপুরদুয়ার। লাগাতার বৃষ্টিপাতের কারণে আলিপুরদুয়ার শহর জলমগ্ন হয়ে পড়েছে। তার উপর প্রতিবেশী দেশ ভুটানে শুরু হয়েছে লাগাতার বৃষ্টিপাত। ভুটান পাহাড় থেকে ক্রমাগত জল নেমে আসার ফলে জঁয়গা শহরের এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হাসিমারা ঝোরায় ভাঙ্গন শুরু হয়েছে।

{link}

জানা যায়, ভাঙ্গনের কারণে ওই এলাকায় কয়েকটি বাড়ি প্রায় বিলীন হয়ে গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি বিপদজনক অবস্থায় ঝুলে রয়েছে। এমনকি কৃষি জমিতে জল ঢুকে যাওয়ার সংবাদও পাওয়া গিয়েছে। জানা যায় মঙ্গলবার গভীর রাতে হাসিমারা ঝোরায় হঠাৎ জল বেড়ে যায়। যার ফলে স্থানীয় বাসিন্দাদের ঘরের মধ্যেও জল ঢুকতে শুরু করে। প্রাণভয়ে এলাকাবাসীরা পার্শ্ববর্তী একটি সেতুর উপরে আশ্রয় নেন। হাসিমারা ঝোরার ভয়ঙ্কর রূপে এলাকার মানুষরা প্রবল আতঙ্কে রয়েছেন।

{link}

বর্ষাকাল বাদ দিয়ে বছরের অন্যান্য সময় হাসিমারা ঝোরায় জল থাকে না বললেই চলে। বর্ষাকাল এলেই ভুটান পাহাড় থেকে ক্রমাগত জল নামার ফলে ওই ঝোরা ভয়ঙ্কর রূপ নেয়। প্রতিবছর বর্ষার সময় ওই এলাকার বাসিন্দারা গভীর সমস্যায় পড়েন। স্থানীয় বাসিন্দারা নিজেরাই বালির বস্তা, পাথর চাপা দেন ঝোরার পাড়ে। নিজেদের বাড়িঘর সুরক্ষিত রাখতে এই উদ্যোগ বলে স্থানীয় সূত্রের খবর।

{ads} 
 

News Monsson Alipurduar Joygaon town Hasimara jhora Neighbor country Bhutan West Bengal India আলিপুরদুয়ার হাসিমারা ঝোরা সংবাদ

Last Updated :