header banner

২০০টিরও বেশী সিসিটিভি, কিন্তু সবই অকেজো, বিরল চিত্র জয়নগরে

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ থানা জয়নগর এলাকা। ওই এলাকায় নজরদারি বাড়াতে ২০২০ সালে মোট ২০০ টিরও বেশী সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল।কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একটার পর একটা ক্যামেরা খারাপ হতে থাকে। কোথাও কোথাও বিছিন্ন হয়ে গিয়েছে ক্যামেরা সংযোগের তার। আবার কোথাও তার আছে পোস্টার আছে কিন্তু ক্যামেরা নেই। অনেক ক্যামেরা আবার চুরি হয়ে গেছে বলে দাবি এলাকাবাসীর। তাই বর্তমানে জয়নগর থানার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই সিসিটিভি ক্যামেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।

{link}

জানা যায়, ২০২০ সালের নভেম্বর মাসে জয়নগর এর সাংসদ প্রতিমা মন্ডলের সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা ব্যয়ে প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে মোট ২০০ টির বেশি সি সি টিভি ক্যামেরা লাগানো হয়েছিল। চুক্তির ভিত্তিতে বরাত পেয়েছিল হাওড়ার আশীর্বাদ এন্টারপ্রাইজ বলে একটি কোম্পানি। পাঁচ বছরে মেনটেনেন্স চার্চ বাবদ ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। কিন্তু তাসত্বেও কি কারনে এভাবে মুখ থুবড়ে পড়ল এই প্রকল্প? এ বিষয়ে জয়নগর এক নম্বর জেলা পরিষদের সদস্য এবং সাংসদ প্রতিমা মন্ডলের প্রতিনিধি খান জিয়াউল হক জানিয়েছেন, জয়নগরের ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে যে ২২০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বর্তমানে তার মধ্যে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তায় বসানো ক্যামেরা অকেজো হয়ে আছে। বিষয়টি গুরুত্ব দিয়ে যে সংস্থা এই কাজ করছে তাদেরকে জানানো হয়েছে। খুব শীঘ্রই সমস্ত ক্যামেরা চালু হয়ে যাবে বলে তিনি জানান।

{link}

এলাকার মানুষের দাবি, ২০২০ সালে  এলাকায় এই সিসিটিভি চালু হওয়ায় একদিকে যেমন চুরি ছিনতাই কমেছে অন্যদিকে পথ দুর্ঘটনা ও অন্যান্য অসামাজিক কাজ এই সিসিটিভির ফুটেজ দেখে খুব সহজেই  ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। পাশাপাশি এই সিসিটিভি ক্যামেরা লাগানোর পর চুরি ছিনতাই অনেকটাই কমেছে বলে দাবি সাধারণ মানুষের। তাই প্রশাসন যাতে বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে দ্রুত আবার এই পরিষেবা চালু করে সেই দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

{ads}

News Joynagar South 24 pargana West Bengal India দক্ষিন ২৪ পরগনা সংবাদ

Last Updated :