header banner

শিলিগুড়িতে রেল ব্রীজ পারাপার করতে গিয়ে মৃত মা ও দুই মেয়ে

article banner

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ রেল ব্রীজ পারাপার করতে গিয়ে মৃত্যু মা ও দুই মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন সাহুডাঙ্গীর সাহু নদীর ব্রীজে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

{link}

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, বেশ কিছু মানুষ প্রতিদিনই ব্রীজের উপরে প্লাস্টিকের বোতল কোড়াতে আসেন। প্লাস্টিকের বোতল কুড়িয়েই তারা উপার্জন করেন। প্রতিদিনের মত বৃহস্পতিবারও তিনি ও তার দুই মেয়ে প্লাস্টিক কোড়ানোর জন্য ব্রীজ পারাপার হতে যান সাহু নদীর ব্রীজে। স্থানীয় সূত্রের খবর, ব্রীজের উপরে উঠে হঠাৎ তিনি আপের লাইনে ট্রেন আসতে দেখেন। এরপর বাঁচার তাগিদে ব্রিজ থেকে তিনজনই নদীতে লাফ দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তিনজনেই প্রাণ হারায়।

{link}

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ। এরপর নিউ জলপাইগুড়ির জিআরপি ঘটোনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

{ads} 
 

News Mother and two daughters died while crossing the railway bridge Sahu river Sahudangi Siliguri town West Bengal India শিলিগুড়ি সংবাদ

Last Updated :