header banner

বিদুৎহীন দার্জিলিং, ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ: গত সাতদিন ধরে বিদ্যুৎহীন পাহাড়। পাহাড়ে চলছে বিদ্যুতের সমস্যা। ঘড়ির কাঁটায় তিনটে বাজার সাথে সাথেই অন্ধকার হয়ে যাচ্ছে গোটা দার্জিলিং। যার জন্য ভুক্তভোগী হচ্ছেন সাধারন মানুষ থেকে শুরু করে পর্যটকরাও। বিদ্যুৎ না থাকায় স্থানীয় মানুষরা কোনো কাজ ঠিকমতো করতে পারছেন না।পর্যটকরা রাতের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারছেন না।

{link} 

তিনটের পর থেকে বিদ্যুৎ ছাড়া অচল হয়ে পড়ছে গোটা দার্জিলিং।   দিনে প্রায় নয় ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সবচাইতে বেশী সমস্যায় পড়ছেন পাহাড়ের হোটেল ব্যাবসায়ীরা। লাইট না থাকার কারনে হচ্ছে না গরম জল,ফলে পর্যটকেরা না পাচ্ছেন চা,না পাচ্ছেন কফি। যেখানে গরম জল পাওয়া যাচ্ছে না,সেখানে চা কিংবা কফি পাওয়া যাবেই বা কি করে? কিন্তু কি কারনে এই সমস্যা দেখা দিচ্ছে? জানা যাচ্ছে গোটা দার্জিলিং এ বিদ্যুতের ৫০% আসে তিস্তা এবং জলঢাকা থেকে, সেখানেই আসল সমস্যা। ঠিকমত বিদ্যুৎ সরবরাহ না হবার জন্য এই সমস্যা তৈরী হচ্ছে।তার মধ্যে আগে দার্জিলিং এ যদি দশহাজার মানুষ থাকতেন এখন বাস করছেন প্রায় এক লক্ষ মানুষ।ফলে চাহিদা বেড়েছে কিন্তু যোগান বাড়েনি।সেই কারনেই এই অবস্থা।

{link} 

পাহাড়ে বিদ্যুতের সমস্যা থাকায় তার প্রভাব পড়েছে সমতলেও।সব কাজই অনলাইনে হওয়ায় বুকিং ঠিকমত হচ্ছে না।দার্জিলিং ঘুরতে এসে বুকিং বাতিল করে পর্যটকেরা ফিরে যাচ্ছেন অন্য জায়গায়। পরিস্থিতি যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয় সেকারনে হোটেল মালিকেরা বিধায়ক শান্তা ছেত্রীর কাছে আবেদন জানিয়েছেন।পাহাড়বাসি এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায়।

{ads}

News Mountains without electricity Tourists Teesta river Jaldhaka river Darjeeling North Bengal West Bengal India দার্জিলিং উত্তরবঙ্গ সংবাদ

Last Updated :