header banner

ভোটারদের নির্ভয়ে ভোটদানে আশ্বস্ত করতে নদীয়া জেলা জুড়ে চলছে পুলিশের রুটমার্চ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই পৌর নির্বাচন।পুরসভা দখল করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির জনমত তাদের পক্ষে আনতে নানা উপায়ে চলছে প্রচার অভিযান। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তাই ভোটারদের নির্ভয়ে ভোট দানে আশ্বস্ত করতে গোটা নদীয়া জেলা জুড়ে চলছে পুলিশের রুটমার্চ।

{link}

সূত্রের খবর, রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে এসডিপিও প্রবীর মন্ডল এবং শান্তিপুর থানার ওসি লাল্টু  ঘোষ সহ উভয় থানার অন্যান্য বেশকিছু পুলিশকর্মীদের শহরের প্রধান রাস্তা দিয়ে রুটমার্চ করতে দেখা গেলো। এই বিষয়ে এসডিপিও প্রবীর মন্ডল বলেন, নিয়মিত ধারাবাহিকতা থাকবে রুটমার্চে। দিনে দুইবার করে বিভিন্ন এলাকায় পুলিশ টহল দেবে। শুধু তাই নয় বহিরাগতদের রুখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলবে নাকা চেকিং।

{link} 

ভোটের দিন যাতে কোনোরকম হিংসাত্মক ঘটনা না ঘটে সেই কারণে আগে থেকেই প্রস্তুত নদীয়ার দুই থানার পুলিশ। পুরসভা ভোটের আগেই ব্যানার ছেঁড়া, ভোটারদের ভয় দেখানো, এমনকি বোমা পড়ার মতো ঘটনাও এরইমধ্যে উঠে এসেছে বহুবার। তাই এখন প্রশ্ন হল এত অপ্রীতিকর ঘটনার পরেও কী শান্তিপূর্ণভাবে ভোট হওয়া সম্ভব? নাকি প্রশাসনের কড়া পদক্ষেপে এবারের আসন্ন পৌর নির্বাচন হতে চলেছে অন্যরকম?

{ads} 
 

News Municipal Elections Police route march Ranaghat Shantipur Police Station Nadia West Bengal India রুটমার্চ নদীয়া সংবাদ

Last Updated :