header banner

দুষ্কৃতীদের গুলিতে মৃত নদীয়ার গৃহবধূ, তদন্তে হাঁসখালি থানার পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ  গভীর রাতে নদীয়ায় চলল গুলি, মৃত এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম সুজাতা বিশ্বাস, বয়স আনুমানিক ২৭ বছর। অভিযোগ, ওই গৃহবধূকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার বগুলা কৈখালী বটতলা গ্রামে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।  

{link}

স্থানীয় সূত্রের খবর, গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর প্রতিবেশীরাই তড়িঘড়ি ওই গৃহবধূকে উদ্ধার করে বগুলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাঁসখালি থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, হাঁসখালি থানার বয়রা ডিঙ্গি এলাকায় এক যুবকের সঙ্গে  বিয়ে হয় সুজাতার। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকত।এর জন্য তাদের মধ্যে ডিভোর্সের মামলাও চলছিল। এরপর থেকে সুজাতা তার বাবার বাড়িতেই থাকতেন। এই ঘটনার পর ওই গৃহবধূর স্বামী পলাতক, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

{link} 

ঘটনাটির তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।ঘটনাটির পেছনে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশী চালাচ্ছে পুলিশ। এই ঘটনার পিছনে শ্বশুর বাড়ির লোকজনদের হাত রয়েছে  নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? তা খতিয়ে দেখছে পুলিশ।

{ads}

News Murder Battala village Hanskhali police station Nadia West Bengal India হাঁসখালি নদীয়া সংবাদ

Last Updated :