header banner

প্রাতঃভ্রমণে বেড়িয়ে খুন,কারণ খুঁজছে পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হলেন এক মহিলা। খুনের ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ শহরে। মৃত ওই মহিলার নাম রানু বৈরাগ্য (৪৫)। সাতসকালে খুনের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে নবদ্বীপ শহরে।

{link}

স্থানীয় সূত্রের খবর, রানু দেবী নবদ্বীপ ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার বাসিন্দা। প্রতিদিন সকালেই তিনি প্রাতঃভ্রমণে বেড়োতেন। তাই অভ্যাস বশত এদিনও তিনি প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন। হঠাৎই নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছে একেবারে কানের পাশে তাকে গুলি করে দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মহিলা। এরপর ওই মহিলাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, আড়াই বছর আগে তার স্বামী মারা যায়। তার বাড়িতে রয়েছে এক ছেলে এক মেয়ে। গত একমাস ধরে একটি বাড়িতে রান্নার কাজ করে সংসার চালাতেন তিনি। ওই গৃহবধূর পরিবারের দাবি, তার কোনো শত্রু ছিল না। তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না তারা।

{link}

 খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। এর পাশাপাশি কে বা কারা কি কারণে ওই মহিলাকে খুন করল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পুলিশি তদন্তে কী উঠে আসে তার জন্য অপেক্ষা করছে এলাকার মানুষ।

{ads} 
 

News Mureder A woman was killed Nabadwip Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article