কোন বিশেষ কারনবশত আজ শুনানি হবে না নারদ মামলার। কিন্তু শুক্রবার অর্থাৎ আগামীকাল শুক্রবার হলেও হতে পারে মামলার শুনানি। আজ কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে নোটিশ দিয়ে এই কথা জানানো হয়েছে। জানানো হয়েছে বিশেষ কারনবশত আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না। তাই একথা স্পষ্ট যে নারদ মামলার শুনানি অন্তত আজ আর হওয়ার সম্ভাবনা নেই।যার ফলে একথা কার্যত স্পষ্ট যে যে চার হেভিওয়েট নেতা বর্তমানে জেলবন্দি রয়েছেন অর্থাৎ ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে আরও ২৪ ঘন্টার জন্য হেফাজতে থাকতে হবে।
{link}
কলকাতা হাই কোর্ট সূত্র থেকে পাওয়া খবর অনুযাই, অন্য কোনও বেঞ্চে নারদ মামলার শুনানি হোক আজই, এই আবেদন জানাবেন অভিযুক্তদের তরফে আইনজীবীরা। সেক্ষেত্রে সেই আবেদন গৃহীত হয়ে দুপুর ২টোর পর শুনানি হয় কি না, সেদিকে নজর থাকবে মানুষের। তবে এমন ঘটনা খানিকটা অনভিপ্রেত বলেই মত আইনজ্ঞ মহলের। এতএব আজকের চিত্রটা অনেকটা অংশেই স্পষ্ট হয়ে উঠেছে।
{link}
যে কথা জানানো হয়েছে তা থেকে এটা স্পষ্ট যে শুনানি আজকে হবে না এবং কালকে হবে কিনা তারও কোনো নির্দিষ্ট কথা বলা হয়নি। সেই ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হল আগামীকাল যদি না হয় তাহলে শুনানি গিয়ে দাঁড়াবে সোমবার অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এবং সোমবার এই পাঁচ দিন এই যারা অভিযুক্তকে জেলে জেলের মধ্যে থাকতে থাকতে হবে। মানে যারা হাসপাতালে আছে তাদেরকে হাসপাতালে থাকবে যদি শরীর ঠিক না হয়. সুব্রত মুখোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় এর আইনজীবী মণিশংকর চট্টোপাধ্যায় জানিয়েছেন তারা রেজিষ্টার জেনারেলের কাছে ডিভিশন বেঞ্চ পরিবর্তন করার চেষ্টা করলেও সেটা যে কালকে হবে তার কোনো গ্যারান্টি নেই, কালকের অপেক্ষায় থাকতে হবে। যে ডিভিশন বেঞ্চে আছে আপাতত যদি না হয় তখন সেটা কিভাবে? শুনানির জন্য যে তিনজন যুক্তি মানসিক অবসাদে ভোগেন এবং মানসিক অবসাদের চিন্তায় প্রত্যেকটা মুহূর্ত চলছে। কার্যত পরিস্থিতি ক্রমশ জটিক থেকে জটিলতর হয়ে উঠেছে।
{ads}