header banner

ভাঙল ডান পা,প্লাস্টার বা পায়ে,ফের ভুল চিকিৎসার অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ আবারও চিকিৎসার গাফিলতি সরকারি হাসপাতালে।পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার ডান পা ভেঙে যায় কিন্তু প্লাস্টার হল বা পায়ে। তীব্র যন্ত্রণা নিয়ে অবশেষে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় রোগীকে।ঘটনাটি ঘটেছে নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে।বৃদ্ধার নাম আজিফা বেরা (৬৫)।

{link} 

স্থানীয় সূত্রের খবর,বছর পঁয়ষট্টির আজিফা বেরা নাকাশিপাড়া থানার আরবেতাই এলাকার বাসিন্দা। পথ দুর্ঘটনায় ওই বৃদ্ধার ভেঙে যায় ডান পা, কিন্তু হাসপাতাল থেকে ব্যান্ডেজ করা হয় বা পায়ে। যার কারণে কিছুক্ষণ পরে রীতিমতো পা ফুলতে শুরু করে। এরপরে ওই রোগীকে তৎক্ষণাৎ কলকাতা নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। রোগীর পরিবারের তরফ থেকে চিকিৎসকের গাফিলতির  লিখিত অভিযোগ দায়ের করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের  কাছে।পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

{link} 

 পুরো ঘটনাটি জানাজানি হওয়ার পর উত্তপ্ত হতে শুরু করে হাসপাতাল চত্বর। বিষয়টি বুঝতে পেরে হাসপাতালের তরফ থেকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এর আগেও সরকারি হাসপাতালের বিভিন্ন গাফিলতির পরিচয় পাওয়া গিয়েছে।তবে এখন দেখার বিষয় প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে।

{ads} 
 

News Negligence of treatment In the Shaktinagar district hospital Nadia West Bengal India শক্তিনগর জেলা হাসপাতাল নদীয়া সংবাদ

Last Updated :