header banner

ট্রেনে নতুন চমক, লোকাল ট্রেনে বোকাবাক্স

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ যাত্রাপথের একঘেয়েমি কাটাতে লোকাল ট্রেনে চালু টেলিভিশন পরিষেবা। সোমবার হাওড়া স্টেশন থেকে পরিষেবার সূচনা করল রেল। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এলইডি টিভি স্ক্রিন লাগানো ইএমইউ লোকালের প্রথম যাত্রার ফ্ল্যাগ অফ করা হয়। ট্রেনে টেলিভিশন পরিষেবা পেয়ে বেজায় খুশি যাত্রীরা। 

{link}

মুম্বাইয়ের পর পুর্ব রেলে দ্বিতীয় পর্যায়ে চালু হল টিভি পরিষেবা। লোকাল ট্রেনে যাত্রাপথের যাত্রীদের একঘেয়েমি কাটাতে পরিকাঠামো বদলে আরও আধুনিক হলো রেল। এবার থেকে লোকাল ট্রেনে চড়লেই টিভি দেখার সুযোগ মিলবে ট্রেন যাত্রীদের। রেল সূত্রের খবর, হাওড়া ডিভিশনের ৫০টি লোকাল ট্রেনে চালু করা হয়েছে ট্রেন ইনফোটেনমেন্ট।  প্রতি ট্রেনের শেষ দুই প্রান্তে ২টি করে মোট ৪টি টিভি বসানো হয়েছে। এক একটি ট্রেনে মোট ৪৮টি এলইডি টিভি বসানো হয়েছে। টিভি দেখার সুযোগ পাবেন প্রত্যেক যাত্রী। টিভিতে যেমন রেল সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে, তেমনই  বিনোদনমূলক অনুষ্ঠান দেখারও সুবিধা মিলবে। এছারাও যাত্রীদের বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হবে এই টিভির মাধ্যমে। আর এই সম্পূর্ণ বিষয়টির দেখাশোনা করবে একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানি। ওই কোম্পানির সাথে ৫ বছরের চুক্তি সাক্ষর করেছে রেল। এই ৫ বছর ট্রেনের পরিসর ব্যাবহার করার জন্য পুর্ব রেলকে বাবদ ২ কোটি ৬৫ লাখ টাকা দেবে ওই বেসরকারি  সফটওয়্যার কোম্পানি, এদিন এমনটাই জানান রেল কর্তৃপক্ষ। 

{link}

সোমবার সকালে ব্যান্ডেল লোকাল দিয়ে শুরু করা হয় এই নতুন পরিষেবা। এই নতুন প্রকল্পের সূচনা পর্বে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় হাওড়া স্টেশনে। বিশেষ করে যাত্রীদের রোজকার যাত্রাপথের একঘেয়েমি দূর করার জন্য এই পরিষেবা চালু করা হয়েছে, এমনটাই জানান রেল কর্তৃপক্ষ।

{ads}

News Eastern railway Howrah station West Bengal India সংবাদ পুর্ব রেল হাওড়া

Last Updated :