header banner

বিদ্যুৎ না থাকায় পাথরপ্রতিমায় রাস্তা আটকে বিক্ষোভ সাধারণ মানুষের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ প্রায় দু'দিন বিদ্যুৎ নেই। গরমের জ্বালায়, অতিষ্ঠ মানুষের রাত থেকে বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের কেদারপুর এলাকার শিটের মোড় ও আইলা মোড় এলাকায়।

{link}

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ চার বছর ধরে শিটের মোড় এলাকার ট্রান্সফর্মার বিকল। বিভিন্ন জায়গায় জানানোর সত্ত্বেও এখনো পর্যন্ত ট্রান্সফর্মার বদলানো হয়নি। তবে পাশের এলাকার ট্রান্সফর্মার থেকে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে ওই এলাকায়। যার ফলে লোডশেডিং অনবরত লেগেই আছে। সমস্যা শুরু হয় সোমবার সন্ধ্যা থেকে। লোডশেডিং হওয়ার পর বিদ্যুৎ বিভাগে ফোন করেও কোনো সুরাহা হয়নি।  বাধ্য হয়ে এলাকার মানুষজন রাত্রি দুটো থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন। রাস্তার উপর গাছের গুড়ি ফেলে দেয় ক্ষিপ্ত বাসিন্দারা। যার ফলে রাস্তার উপরে বিভিন্ন ট্রান্সপোর্ট এর গাড়ি সহ অন্যান্য গাড়ি আটকে পড়ে। বিক্ষোভ চলাকালীন মঙ্গলবার পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দিয়ে দুই জায়গার বিক্ষোভ তুলে দেয়।

{link}

অন্যদিকে কেদারপুর পাওয়ার হাউসে বেশ কয়েকজন বিক্ষোভকারী বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পাওয়া মাত্র প্রশাসনের লোকজন সেখানে পৌঁছে যায়। সেখানে বিদ্যুৎ বিভাগের লোকজন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে। প্রশাসনের কথামতো বিক্ষোভকারীরা সন্ধ্যার পর রনে ভঙ্গ দিয়ে চলে যান। তবে  রাতের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামি দিনে বৃহত্তর আন্দোলনের কথা বলতে ভোলেননি আন্দোলনকারীরা।

{ads}
 

News No electricity for almost two days People have been protesting by throwing tree stumps in different places Patharpratim South 24 Pargana West Bengal India পাথরপ্রতিম দক্ষিণ ২৪ পরগ

Last Updated :