header banner

আবারও পানীয় জলের সমস্যা বাঁকুড়ায়, বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

article banner

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ ২৪ ঘন্টারও বেশী সময় ধরে এলাকায় বিদ্যুৎ নেই। এমনটাই অভিযোগ তুলে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর সারেঙ্গার পিরলগাড়ি মোড়ে পথ অবরোধ করলেন এলাকার মানুষ। রবিবার দুপুরের পর থেকে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। সমস্যায় পড়েন অসংখ্য মানুষ।

{link} 

 অবরোধকারীদের অভিযোগ, শনিবার বিকেল থেকে এলাকা বিদ্যুৎহীন। ফলে পানীয় জলের সমস্যা তীব্র হচ্ছে। পানীয় জল না থাকায় এলাকার মানুষরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। জলের অভাবে অনেক শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এদিন এক অবরোধকারী বলেন,শনিবার বিকেল ৪টে থেকে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ। এলাকায় কোন টিউবওয়েল নেই। পানীয় জল না পেলে আমরা বাঁচব কিভাবে? তাই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

{link}

দীর্ঘ আড়াই মাস গরমের তীব্রতা বাড়তে থাকায় শুকিয়ে যেতে শুরু করে দ্বারকেশ্বর নদের জল। তাই দুদিন আগেই জলপ্রবাহ বাড়াতে কংসাবতী নদী থেকে সেচ খালের মাধ্যমে জল ফেলা হয় দ্বারকেশ্বের নদে। চলতি মরসুমে যাতে জলকষ্ট না হয় তার কারণেই এমন উদ্যোগ নিয়েছিল বাঁকুড়া পুরসভা। কিন্তু তাসত্ত্বেও পানীয় জলের জন্য হাহাকার করছেন এলাকার সাধারণ মানুষ।

{ads} 
 

News No electricity in Bankura for more than twenty four hours Bankura Jhargram state road Sarenga West Bengal India বাঁকুড়া সংবাদ

Last Updated :