header banner

পোকার দাপটে ভুগছে উত্তরবঙ্গ

article banner

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে বিষাক্ত নাইরোবী ফ্লাই বা রোভ বিটল কিংবা অ্যাসিড পোকা। এই পোকার দাপটে  ইতিমধ্যেই শিলিগুড়ি শহরের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এই পোকার  শরীরে ক্ষয়কারী এক পদার্থ রয়েছে, যা মানব দেহের সংস্পর্শে এলে গভীর ক্ষত ও ঘায়ের সৃষ্টি করে। তবে এই পোকার দাপটে শুধু অসহ্য যন্ত্রণাই নয় অন্ধত্ব এমনকি কিডনি বিকলও হতে পারে বলে চিকিৎসকদের মতামত।  

{link}

সম্প্রতি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এক ছাত্রের চোখের চারপাশে এলার্জির মতো ফুলে গিয়ে অসহ্য যন্ত্রণা হতে শুরু করে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে মলম দেন তিনি৷ কিন্তু সেই মলমেও কাজ  হয়না। এরপর চোখের ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বিষয়টি খোলসা করেন। তবে সঠিক চিকিৎসায় আপাতত অনেকটাই সুস্থ হয়েছে ওই ছাত্রটি। শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার মানুষকে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার কথা বলেন। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডীন চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত নিজেও এই পোকার আক্রমণে আক্রান্ত। তিনি বলেন, ইদানিং লাল রঙের এক ধরনের পোকা খুব দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পোকার আক্রমণ যদি সেভাবে হয় তাহলে কিডনি বিকলও হয়ে যেতে পারে।  কাজেই খুব সতর্ক থাকতে হবে। 

{link}

শুধু শিলিগুড়িই নয়, অ্যাসিড পোকার আক্রমনে দিশেহারা অবস্থা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অধ্যাপকদেরও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিশেষজ্ঞ অধ্যাপক ধীরাজ সাহা বলেন, এই পোকা কামড়ায় না। কোনোভাবে এই পোকার সংস্পর্শে মানুষের ত্বক আসলে এই পোকার ভেতরে অ্যাসিড জাতিয় বিষাক্ত পদার্থ থাকে সেটা ছড়িয়ে পড়ে। ক্রমাগত বেড়েই চলেছে এই পোকার আক্রমণ। ক্রমশ পরিস্থিতি চিন্তা জনক হয়ে উঠছে। এই পোকার আক্রমনের দাপটে আতঙ্কের সৃষ্টি হয়েছে শিলিগুড়ির বিভিন্ন এলাকা, কার্শিয়াং ও দার্জিলিংয়েও।
{ads}

News Rove beetle Acid insect attack Siliguri North Bengal India সংবাদ শিলিগুড়ি উত্তরবঙ্গ

Last Updated :