header banner

রাস্তা হয়নি, কিন্তু জ্বলজ্বল করছে ফলক, রায়দিঘিতে বিক্ষোভ গ্রামবাসীদের

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  রাস্তা সংস্কারের কিছুই কাজ হলো না। কিন্তু তাসত্ত্বেও রাস্তার পাশে জ্বলজ্বল করছে ফলক। তাই কাজ না করে ফলক বসানো কে ঘিরে বেজায় ক্ষিপ্ত গ্রামবাসীরা। যার কারণে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পাশাপাশি বেহাল রাস্তায় বসানো হলো চারা গাছ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কৌতলা গ্রাম পঞ্চায়েতে।

{link]

দীর্ঘদিন ধরে কৌতলা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া থেকে ঘোড়াদল পর্যন্ত রাস্তার বেহাল দশা হয়ে পড়েছিল। গ্রামবাসীদের পক্ষ থেকে বারবার রাস্তা সংস্কারের দাবি তোলা হয়েছিল। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা সংস্কারের প্রকল্প মূল্য ধার্য করা হয়েছিল। তাসত্ত্বেও রাস্তা হয়নি। কিন্তু রাস্তা না হলেও রাস্তার পাশে জ্বলজ্বল করছে প্রকল্পের ফলক ও বরাদ্দে দেওয়া অর্থের পরিমাণ। আর যার ফলেই কার্যত ক্ষোভে ফুঁসে গ্রামবাসীরা। রাস্তা না করে রাস্তার জন্য বরাদ্দ করা অর্থ দুর্নীতি হয়েছে এমনটাই দাবি বিক্ষোভকারীদের। এ বিষয়ে এক গ্রামবাসী জানান, কৌতলা গ্রামে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল। বারবার প্রশাসনকে জানিয়েও কোনরকম সুরাহা হয়নি। যদিও বা টেন্ডার হল কিন্তু কাজ না করেই বসে গেল ফলক। তাঁর অভিযোগ, দুর্নীতির আঁতুর ঘর হয়ে গিয়েছে কৌতলা গ্রাম পঞ্চায়েত। তাঁদের অভিযোগ, দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক। গ্রামবাসীদের আরও অভিযোগ, রাস্তা সংস্কার না করে রাস্তার টাকা যে সমস্ত দুর্নীতিগ্রস্তদের পকেটে গিয়েছে তাঁদের সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি দেয়া হোক।

{link}

তবে গ্রামের পঞ্চায়েত প্রধানের মুখে অন্য সুর। কৌতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী সর্দার বলেন, পঞ্চায়েত থেকে কোন টেন্ডারই দেওয়া হয়নি। টেন্ডার দেওয়া হয়েছে ব্লক থেকে। দুটি ঠিকাদার সংস্থা টেন্ডার পেয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত কিছু জানেনা। নিম্নচাপ ও বৃষ্টির জেরে কাজ হয়তো বন্ধ রয়েছে। রাস্তা সংস্কারের কাজের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েতের আশ্বাসে কোনরকম গুরুত্ব দিতে রাজি নয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, রাস্তার জন্য বরাদ্দ অর্থ দুর্নীতি হয়েছে। দুর্নীতিগ্রস্ত সকল ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছে গ্রামবাসীরা।

{ads}
 

News Protest Daspara panchayat Ghoradol Raidighi South 24 Pargana West Bengal India রায়দিঘি দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :