header banner

মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ক্লাবের সভাপতি

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ ঈদ উপলক্ষ্যে মাইক বাজানোকে কেন্দ্র করে পাড়ার ক্লাবে দুই দলের মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত হাওড়া ডোমজুড়ের বানিয়ারা এলাকা। ঘটনার ফলে আহত বেশ কিছুজন। আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানেও দুষ্কৃতীরা  হাসপাতালের পাশাপাশি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে বলে অভিযোগ। পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

{link}

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত এগারোটা নাগাদ ডোমজুড়ের বানিয়ারাতে ঈদ উপলক্ষে স্থানীয় এক ক্লাবে মাইকে গান চলছিল। প্রশাসনের পক্ষ থেকে রাত ১১ টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, ওই ক্লাবের বেশকিছু সদস্য রাত এগারোটার পরেও গান বাজালে ক্লাবের সভাপতি সহ বেশ কয়েকজন আপত্তি জানায়। তখনই বেশ কিছু যুবক সভাপতিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর স্থানীয় বাসিন্দা সহ ক্লাবের কিছু সদস্যরা তাকে আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু হঠাৎ রাতে ডোমজুড়ের কিছু দুষ্কৃতী হাসপাতালে জড়ো হয়ে হামলা চালায়। তারা হাসপাতালের ঘরের দরজা ভেঙে ক্লাব সভাপতিকে বাইরে বের করে পুনরায় বেধড়ক মারধর করে।

{link}

সভাপতির সাথে থাকা বাকি লোকজন বাধা দিলে তদের ৩-৪ জনকেও মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সেও। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। এরপরেই হাসপাতালের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে একজনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বলেও প্রশাসন সূত্রের খবর। তবে হামলার পর দুষ্কৃতীরা চম্পট দেয়। তাদের খোঁজার চেষ্টা করছে ডোমজুড় থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করছে প্রশাসন।

{ads} 
 

News Occasion of Eid Clash between two teams in club members Baniara Domjur Howrah West Bengal India ডোমজুড় হাওড়া সংবাদ

Last Updated :