header banner

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোড়ামারা দ্বীপে প্রায় ১০০০ পরিবারকে ত্রাণ

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুন্দরবনবাসীদের মুখে হাঁসি ফোটানোর জন্য সুন্দরবনের ভাঙ্গন কবলিত দ্বীপ ঘোড়ামারা দ্বীপে ত্রাণ নিয়ে পৌঁছালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় ১০০০জন পরিবারের হাতে ত্রাণ তুলে দিলো এই স্বেচ্ছাসেবী সংগঠন।

{link}

প্রতিনিয়ত ভাঙ্গনের কারণে একটু একটু করে ক্ষয় হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। ঘূর্ণিঝড় ইয়াসে কার্যত ঘোড়ামারা দ্বীপের বেশ কিছুটা অংশ নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে নদীর নোনা জলে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। নদীর নোনা জলে চাষযোগ্য জমির উর্বরতা হারিয়ে গিয়েছে। জীবন জীবিকা নেই দ্বীপের অধিকাংশ মানুষের। তাই দ্বীপের বাসিন্দারা ভিটে মাটি ছেড়ে পাড়ি দিয়েছে ভিন্ন রাজ্যে। দরিদ্র দ্বীপ বাসীরা প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে জীবন যুদ্ধের সাথে। তাই তাদের মুখে একটু হাঁসি ফোটানোর জন্য ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপের মানুষে পাশে এসে দাঁড়ালো ওই স্বেচ্ছাসেবী সংগঠন।

{link}

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পেয়ে খুশি দ্বীপ বাসি। দ্বীপ বাসীর আবেদন এই ভাঙ্গন কবলিত দ্বীপের কথা ভাবুক রাজ্য সরকার। যে ভাবে ভাঙ্গন গ্রাস করছে ঘোড়ামারা দ্বীপকে যদি রাজ্য সরকার কোনো উদ্যোগ না নেয় তা হলে কয়েক বছরের মধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে যাবে এই দ্বীপ। সংগঠনের পক্ষ থেকে এই দিন দ্বীপ বাসীদের ত্রাণের পাশা পাশি জাতীয় পতাকাও তুলে দেওয়া হয়। স্বাধীনতার প্রাক্কালে ঘোড়ামারা দ্বীপবাসীদের মুখে এক চিলতে হাঁসি ফোটাতে পেরে খুশি স্বেচ্ছাসেবী সংস্থা।

{ads} 
 

News 75th Independence Day Ghoramara Island Sundarban South 24 Pargana West Bengal India সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :