header banner

মা মনসা ও বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে বুর্জ খলিফার আদলে ৩৫ ফুটের মণ্ডপ সাগরে

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: বুর্জ খালিফা দেখতে আর দুবাই কিংবা কলকাতায় যেতে হবে না এবার বুর্জ খালিফা দেখতে চলে আসতে হবে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়া এলসিডি ঘাটের কাছে। কলকাতায় শেষবারের পুজোয় অন্যতম আকর্ষন ছিল বুর্জ খালিফা। দুবাইয়ের বুর্জ খালিফার আদলেই তৈরি হয়েছিল কলকাতার শ্রীভূমি দুর্গা পুজো মন্ডপ। সে বছর উপচে পড়া ভিড় ছিল কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। 

{link}
এবার সেই বুর্জ খালিফা দেখতে উপচে পড়া ভিড় দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। দক্ষিণ ২৪ পরগনা বিশ্বকর্মা ও মনসা পুজো উপলক্ষে সাগরের কচুবেড়িয়া এলসিডি ঘাটের কাছে বুর্জ খালিফার পুজো মণ্ডপ করে দর্শনার্থীদের উপহার দিলেন এলসিডি ঘাটের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। বুর্জ খালিফার উচ্চতায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ৬৫ ফুট থেকে কমিয়ে ৩৫ ফুট করা হয়েছে । এই পূজা মন্ডপ তৈরি করতে আনুমানিক ৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গিয়েছে। চোখ ধাঁধানো আলোকসজ্জার মাধ্যমে দুবাইয়ের বুর্জ খলিফা প্রতিবিম্ব ফুটে উঠেছে বঙ্গোপসাগরের সমুদ্র তীরে সাগরদ্বীপে। সাগরের এই বুর্জ খালিফা পূজা মন্ডপ দেখতে শুধুমাত্র সাগর নয় দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছে। ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে পুজো উদ্যোক্তারা। 
{ads}

news Burj Khalifa Manasa Puja Biswakarma Puja West Bengal সংবাদ

Last Updated :