header banner

১০০ গ্রাম প্লাস্টিক ! রোগীর পেট থেকে বের করে বিরল অস্ত্রোপচার বোলপুর মহকুমা হাসপাতালে

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ একশো গ্রাম প্লাস্টিক, তাও আবার মানুষের পেটের মধ্যে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। প্রায় একশো গ্রাম প্লাস্টিক রোগীর পেট থেকে বের করে বিরল অস্ত্রোপচার করা হল বোলপুর মহাকুমা হাসপাতালে।

{link}

স্থানীয় সূত্রের খবর, বীরভূমের লাভপুরের কুরুন্নাহার পঞ্চায়েতের রামঘাঁটি গ্রামের বাসিন্দা হীরা শেখ। পঞ্চাশ বছর বয়সী এই ব্যাক্তির পেট থেকেই পাওয়া গেছে প্রায় একশো গ্রাম প্লাস্টিক। অস্ত্রোপচারের পর তিনি জানান, প্রথম দিকে তার পেটে তীব্র যন্ত্রণা সহ গ্যাসের সমস্যা দেখা দিয়েছিল। পরবর্তীতে পেটের ছবি তোলার পর এই রোগের কথা জানতে পারেন চিকিৎসকরা। তারপরই বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা ওই ব্যক্তির অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপ্রচার করার পর হীরা শেখের পেট থেকে প্রায়  ১০০ গ্রাম প্লাস্টিকের অংশ বের করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের রোগী ২ লাখে একটি পাওয়া যায়। মূলত মলত্যাগে সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য এই রোগের লক্ষণ। এছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক অনিয়মের ফলে এই ধরনের রোগ শরীরে বাসা বাঁধে। অস্ত্রোপচার না করা হলে রোগীর মৃত্যু অবধারিত এ কথাও জানিয়েছেন চিকিৎসকরা।

{link} 

তবে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ হীরা শেখ। এই বিরল অস্ত্রোপচারের খরচ অনেক টাকা। কলকাতা বা অন্য কোন নার্সিংহোমে এই অস্ত্রোপচার করা হলে সেখানে ৭-৮ লক্ষ টাকা খরচ হত। তবে আপাতত তাদের পরিবারের সদস্য সুস্থ হয়ে উঠেছেন এই ভয়ানক রোগ থেকে। তা জানতে পেরেই খুশি হীরা শেখের পরিবার।

{ads]
 

News One hundred grams of plastic in the human stomach Rare surgery was performed at Bolpur Sub Divisional Hospital Birbhum West Bengal India বীরভূম সংবাদ

Last Updated :