header banner

অবৈধভাবে জমি দখল করে গড়ে উঠছে রিসোর্ট, প্রতিবাদে শান্তিনিকতনের আদিবাসীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একের পর এক জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠছে একটার পর একটা রির্সোট। বিনা অনুমতিতেই হচ্ছে এই নির্মাণকার্য। শান্তিনিকতনের আদিবাসীরা এমনই বিস্ফোরক অভিযোগ করল বেশকিছু ব্যাবসায়ীর বিরুদ্ধে। যার জেরে বুধবার তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।

{link} 

স্থানীয় আদিবাসীদের অভিযোগ, শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরি পল্লীতে একের পর এক জমি জবর দখল করছেন বেশকিছু ব্যবসায়ীরা। সোনাঝুরি লাগোয়া একাধিক হোটেলে গুলিতে অবৈধ নির্মাণ এর কাজ কারবার চলছে  বলেও অভিযোগ করেন তাঁরা। দিনের পর দিন এক এক করে জমি জবর দখল হয়ে যাচ্ছে। যার ফলে এদিন প্রতিবাদে নামল আদিবাসীরা। উল্লেখ্য শান্তিনিকেতন সোনাঝুরি পল্লীতে একটার পর একটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেআইনি রিসোর্ট। যাদের না আছে বৈধ কাগজপত্র, না আছে লাইসেন্স। আদিবাসীদের দাবি অবৈধ কাজ কর্মের জন্য তাঁদের চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে। এই হোটেল ব্যবসায়ীদের নোংরা আবর্জনা ফেলাতে চাষের জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তর।

{link}

সোনাঝুরি-খোয়ায় লাগোয়া যেসব সরকারি নথিভূক্ত জমি রয়েছে সেই জমি দখল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যার কারণে জমি রক্ষা করতে এবং অবৈধ নির্মাণ বন্ধ করতে প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যাবসায়ীদের কাছ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবিলম্বে এই নির্মাণকার্য বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে নামা হঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

{ads}

News Illegal construction Tribal Protest Shantiniketan Birbhum West Bengal India শান্তিনেকতন বীরভূম সংবাদ

Last Updated :