নিজস্ব সংবাদদাতা, নদীয়া: ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে বাবাকে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার চন্দ্র কলোনি এলাকায়। মৃতের নাম ইন্দ্র দেবনাথ, বয়স আনুমানিক ৩৮ বছর। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে ইন্দ্র দেবনাথ এক মহিলাকে বিয়ে করেন। ওই মহিলার একটি সন্তান ছিল বলে জানা যায়। এলাকাবাসীদের দাবী, ওই মহিলা এই নিয়ে চার বার বিয়ে করেছেন। রবিবার রাতে অন্যান্য দিনের মতোই ঘুমিয়ে পড়েছিলেন ইন্দ্র দেবনাথ এবং তার স্ত্রী। এরপরই হঠাৎ রাতে ইন্দ্রের স্ত্রী দেখতে পান রক্তাক্ত অবস্থায় ইন্দ্র দেবনাথ বিছানায় পড়ে রয়েছেন। তার স্ত্রীর অভিযোগ, বিষয়টি দেখে ফেলার কারণে ছেলে বাপন হালদার একটি ধারালো অস্ত্র নিয়ে তার উপরেও চড়াও হন। তার চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা। ইন্দ্র দেবনাথ এর স্ত্রীর দাবী, তার ছেলে বাপন হালদার তার স্বামীকে খুন করেছে। যদিও পরিবারের অন্যান্য সদস্যরা তার দাবী মানতে রাজি নন। তাদের অনুমান, ছেলেকে সঙ্গে নিয়ে সৎ বাবাকে খুন করেছে ওই মহিলা।
{link}
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ।পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়।ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত বাপন হালদারকে আটক করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আদতে ঘটনাটি কি ঘটেছিল? আর কেনোই বা নিজের সৎ বাবাকে খুন করলেন তিনি? পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
{ads}