সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা: - একের পর এক শ্যুটআউটের ঘটনা। ভাটপাড়া, জগদ্দলের পর এবার নরেন্দ্রপুরে চলল গুলি। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে লস্করপুরে চলেছে গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ভোলা দাস। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
{link}
পরিবার সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাইপো। তাঁর পায়ে গুলির ক্ষত ছিল। তৎক্ষণাৎ ভোলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। লকডাউনের জেরে কাজ হারিয়েছিলেন ভোলা। তারপর থেকে বাড়িতেই থাকতেন তিনি। তার ভাইপো জানান, শনিবার রাতে ৩টে নাগাদ তার ঘুম ভেঙে যাওয়ায় তিনি ঘরের বাইরে বেড়িয়েছিলেন। তখনই তিনি ভোলার ঘরের দরজার নীচ থেকে রক্ত বেরোতে দেখে তার ঘরে ঢুকে ভোলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি বাড়ির সবাইকে খবর দেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
{link}
ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভোলার ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, এমনটাই জানিয়েছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, তা এখনও জানা যায়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
{ads}