সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: যত দিন যাচ্ছে, ততই ফাঁস হচ্ছে শাসক দলের নেতাদের দুর্নীতির কীর্তি। তাবড় তাবড় নেতারা পড়ছে সিবিআই,ইডির কবলে। তারই মধ্যে আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন পঞ্চায়েতের সদস্যরা। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ১ নম্বর ব্লকের উস্থির হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী হালদারের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ তুললেন পঞ্চায়েতের সদস্যরা।
{link}
জানা যায়, উস্থির হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৬ জন। ১৬ জন সদস্যের মধ্যে ১২ জন পঞ্চায়েত সদস্য। বুধবার অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যরা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে ডায়মন্ড হারবার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ডায়মন্ড হারবার মহকুমার শাসকের দপ্তরে জমা দেন। সদস্যদের অভিযোগ, পঞ্চায়েতের একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েতের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের টাকা তিনি আত্মসাৎ করছেন বলেও অভিযোগ। এর ফলে রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তাই পঞ্চায়েতের সদস্যরা প্রধানের অপসারণের দাবি জানিয়েছেন। প্রধানের অপসারণের দাবিতে ডায়মন্ড হারবার মহাকুমার শাসক ও ডায়মন্ড হারবার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন তাঁরা।
{link}
প্রশাসনিক আধিকারিক এর কাছে তাঁদের একান্ত আবেদন, যত দ্রুত সম্ভব ওই দুর্নীতিগ্রস্ত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হোক। দ্রুত এই পঞ্চায়েত প্রধানের অপসারণের পর নতুন পঞ্চায়েত প্রধানের নিয়োগের মাধ্যমে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষ যাতে পায় সেই ব্যবস্থা করুক প্রশাসন। এমনিতেই শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতে ইডির হানা এবং জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দের ফলে বিব্রত তৃণমূল সুপ্রিমো। তার মধ্যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব খোদ শাসক দলের কর্মীরা। সবমিলিয়ে দ্বন্দে ঘাসফুল শিবির।
{ads}