নিজস্ব সংবাদদাতা, নিউ জলপাইগুড়িঃ বুধবার সকালে নিউ জলপাইগুড়ির কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে উদ্ধার টিয়া পাখি। প্রায় তিনশোটি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। দুজন পাচারকারী স্টেশ্ন থেকে বেরিয়ে একটি গাড়িতে টিয়া পাখিগুলি নিয়ে যাচ্ছিলেন। তখনই সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ।
{link}
জানা গিয়েছে, ওই দুই পাচারকারী রায়গঞ্জের বাসিন্দা। তারা মাসে দুবার করে টিয়াপাখি পাচার করতেন। আজ স্টেশন থেকে নেমে যখন তারা গাড়ি ধরছিলেন, তখনই তাদের দেখে পুলিশের সন্দেহ হয়।তারপর তাদের আটক করে পুলিশ।তাদের সেই স্টেশনেই জিঞ্জাসাবাদ ও তল্লাশী শুরু করা হয়। তল্লাশী করে তাদের কাছ থেকে প্রায় তিনশো টিয়া পাখি উদ্ধার করা হয়।তারা এর আগেও অনেকবার ময়না এবং কাকাতুয়া পাচার করার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। ঘটনাটি ঘিরে স্টেশনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পাচারকারী ধরা পড়েছে এই খবর পেয়ে প্রচুর মানুষ ভিড় জমান স্টেশনে।
{link}
পাচারকারীদের ধরে নিয়ে যায় পুলিশ। বুধবার দুপুরে ওই পাচারকারীদের আদালতে তোলা হয়েছে। এর পাশাপাশি বন্দি টিয়া পাখিগুলিকে উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী সময়ে পাখিগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
{ads}