header banner

কবির ক্ষেত্রে ময়ূর

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ শুধু জঙ্গলে বা চিড়িয়াখানায় নয়, ময়ূরের দেখা মিলছে রাস্তাতেও। কিন্তু সেও কী সম্ভব! হ্যাঁ এমনটাই সত্যি হলো শান্তিনিকেতনে শিক্ষা ভবনের রাস্তায় কাছে। রাস্তার মধ্যে চেপে বসে রয়েছে একটি ময়ূর। বুধবার দুপুর থেকেই এলাকাবাসীরা গাছের মধ্যে এবং গাছের নিচে বিভিন্ন জায়গায় ময়ূরটিকে ঘুরে বেড়াতে দেখেন।

{link}

ময়ূরটিকে দেখা মাত্রই এলাকাবাসীরা স্থানীয় বনদপ্তরের অফিসে খবর দেন। এরপর বনদপ্তরের লোকজন এসে ময়ূরটিকে গাছ থেকে নামানোর বহু চেষ্টা করে। কিন্তু নামাতে পারেনি। বনদপ্তরের এক কর্মী জানান, রাত্রের মধ্যে ময়ূরটিকে ডিয়ার পার্কে ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, এলাকা থেকে কিছু দূরেই রয়েছে ডিয়ার পার্ক। আর সেই ডিয়ার পার্কেই থাকতো এই ময়ূরটি। সুযোগ বুঝে হয়তো পালিয়ে এসেছে এবং জনবসতীর মধ্যে ঢুকে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা দিয়ে যাওয়া সমস্ত মানুষ দাঁড়িয়ে যাচ্ছে ময়ূর টিকে দেখার জন্য।

{link}

হাতের কাছে যেন এক টুকরো রাজস্থান পেয়ে গেছেন শান্তিনিকেতনের বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, আগে এরকম দেখা যেত। কিন্তু বর্তমানে এই পরিস্থিতি একেবারেই নতুন সাধারণ বাসিন্দাদের কাছে। তাই মুখে মুখে খবর চাউর হতেই ময়ূর দেখতে ভিড় করছে বোলপুর ও শান্তিনিকেতনের বাসিন্দারা। কচিকাঁচা থেকে বড়রা, বিনা আমন্ত্রিত অতিথিকে দেখে আপাতত সকলেই আনন্দ উপভোগ করছেন।

{ads}
 

News Peacock sitting in the street Shantiniketan Forest Department Birbhum West Bengal India ময়ূর শান্তিনিকেতন সংবাদ

Last Updated :