header banner

নদীয়ার কল্যাণীর পর এবার পানীয় জলের সমস্যা গয়েশপুরে,অসুস্থ একাধিক মানুষ

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ জীবজগতে বেঁচে থাকার জন্য জল একান্ত প্রয়োজন। সেই জল খেয়েই অসুস্থ হচ্ছে একাধিক মানুষ। ঘটনাটি নদীয়ার গয়েশপুরের। কিছুদিন আগেই নদীয়ার কল্যাণীতে বেশ কিছু জায়গায় পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছিল একের পর এক সাধারন মানুষ। ঠিক সেরকমই এবার কল্যাণীর পার্শ্ববর্তী এলাকায়। গয়েশপুরে পৌরসভার বিতরণ করা জল খেয়ে অসুস্থ একাধিক স্থানীয় বাসিন্দা।

{link}

পানীয় জলের সমস্যা নিয়ে নদীয়ার পৌর এলাকার মানুষরা বেশ চিন্তিত। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার সরবরাহ করা পানীয় জল খেয়েই তারা অসুস্থ হয়ে পড়ছেন। সাধারণ মানুষের পেট খারাপ বমির মত একাধিক সমস্যা হচ্ছে এই জল খেয়ে। তাই এখন বাজার থেকে কেনা জলই ভরসা গয়েশপুর বাসিদের। এই বিষয়ে পৌরসভার আধিকারিক বলেন সব সমস্যাই আমি শুনেছি, তবে যতদূর খবর কল্যাণী থেকে এই জলের সমস্যার সূত্রপাত। কল্যাণীতে জলের ফিল্টার চেঞ্জ করা হচ্ছে। সেটি ঠিক হয়ে গেলেই আশা করা যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হবে।

{link}

তিনি আরও জানান, পৌর নাগরিকদের এই সময়ে জল ফুটিয়ে খাওয়ার জন্য আবেদন করবো, এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখবো যাতে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা যায়। ২০২১ সালে নদীয়ায় ৩১৩ কোটি টাকার ২টি পানীয় জল সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাসত্ত্বেও পানীয় জলের সমস্যা মিটছে না। তবে সরকার এ বিষয় নিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন আশা করছেন স্থানীয় বাসিন্দারা।   

 

{ads}

News Person is getting sick after drinking water Gayeshpur Nadia West Bengal India পানীয় জল নদীয়া সংবাদ

Last Updated :