নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ গৃহস্থ বাড়ির ভেতর থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর দু'নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাইগাছিপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। তিনি এসে সাপটি উদ্ধার করেন। ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
{link}
বিষধর কালাচ সাপ ঘরের ভিতরে ঢুকে যাওয়াতে আতঙ্কিত গোটা পরিবার। পরিবারের লোকজনই খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ওই বাড়িতে গিয়ে বিষধর সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করেন অনুপম সাহা। জানা যায় ওই গৃহস্থ বাড়ির ঘরের আলমারির তলা থেকে তিনি সাপটিকে উদ্ধার করেন। আপাতত সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তিনি। তিনি এও বলেন যে, কালাচ সাপ সাধারনত রাতের বেলাতেই দেখতে পাওয়া যায়। সাবধানতা ও সচেতনতাই হল কালাচ সাপ থেকে বাঁচার একমাত্র উপায়।
{link}
বর্ষার আগমনের সাথেসাথেই শুরু হয়েছে সাপের আনাগোনা।একটু অসাবধানতাই হতে পারে মৃত্যুর কারন। তাই এই বিষধর সাপের হাত থেকে বাঁচতে মানুষকে আরও সাবধান ও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। এখন মানুষ কতটা সচেতন হয় সেটাই দেখার বিষয়।
{ads}