header banner

নদীয়ায় গৃহস্থবাড়ি থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ,আতঙ্কিত পরিবার

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ গৃহস্থ বাড়ির রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ। যার ফলে আতঙ্কিত ওই পরিবার সহ এলাকার বাসিন্দারা। জানা যায়, মঙ্গলবার নদীয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সারাগর এলাকার একটি গৃহস্থবাড়ি থেকে উদ্ধার হয় এই বিষধর সাপটি।

{link}

স্থানীয় সূত্রের খবর, ওই পরিবারের এক সদস্য সন্ধ্যাবেলায় রান্না ঘরের ভিতরে সাপ টিকে প্রথম লক্ষ্য করেন। এরপরেই আতঙ্কে জড়োসড়ো হয়ে পড়েন পরিবারের অন্যান্য সদস্যরা। সঙ্গে সঙ্গেই তারা খবর দেয় বনদপ্তর কে। পাশাপাশি খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকেও। খবর পাওয়া মাত্রই ওই গৃহস্থবাড়িতে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর কালাচ সাপ টিকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। উদ্ধারকার্যের শেষে উদ্ধারকারী অনুপম সাহা জানান, কালাচ সাপ সাধারণত পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে। এই বিষধর সাপটিকে বেশী রাতের অন্ধকারেই দেখা যায়। আপাতত সাপটিকে বাহাদুর পলাশগাছি ফরেস্টের বনকর্মীদের হাতে তুলে দেওয়া হবে।

{link} 

এছাড়াও তিনি আরও বলেন, বর্তমানে কালাচ সাপের উপদ্রব বাড়লেও এ বছরে এই প্রথম তা উদ্ধার করা হয়েছে। যদিও ওই গৃহস্থ বাড়ির সদস্যদের পাশাপাশি গোটা শান্তিপুর বাসিকে বিষধর কালাচ সাপ থেকে সচেতন থাকার বার্তা দেন উদ্ধারকারী অনুপম সাহা। তবে ওই বিষধর সাপটি উদ্ধার হওয়ার পরে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোটা পরিবার।

{ads}
 

News Poisonous kalach snake rescued from inside the household kitchen Shantipur Bahadurpur Palashgachi Forest Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :