header banner

বারুইপুরে গ্রেফতার পাঁচ দাগী ডাকাত

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ গত এপ্রিলে বারুইপুর থানার বেতবেরিয়া রেল স্টেশন লাগোয়া একটি গৃহস্থ বাড়িতে গভীর রাতে ডাকাতি হয়। খোয়া যায় সঞ্চিত টাকাপয়সা ও সোনার গয়না। ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ। অপরাধীদের ধরার জন্যে বারুইপুর পুলিশ জেলার বিশেষ টিমের সাথে একসাথে পাতা হয় জাল।

{link}
গতকাল সারা রাত ধরেই ছিল সেই জাল টানার পালা। সমস্ত রাত ধরে এলাকার বিভিন্ন জায়গায় গোপনে হানা দিয়ে অবশেষে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জেরায় দোষ স্বীকার করেছেন তারা। আপাতত তাদের পুলিশের হেফাজতে নিয়ে লুঠ করা জিনিস গুলির উদ্ধারের প্রচেষ্টা করা হবে বলে জানা যায়। জেলার আশেপাশের থানাগুলিতে ইতিমধ্যেই দুষ্কৃতী গ্রেফতারের খবর পাঠানো হয়েছে। অন্যান্য ডাকাতি কেসেও এদের হাত থাকতে পারে বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তিদের নাম ভোলা গাজী, আলিনুর গাজী, রকিবুল খান, আজগার আলী মোল্লা ও ইসমাইল মোল্লা। ধৃতদের বাড়ি উস্তি থানা ও বারুইপুর থানা এলাকায়।

{link}
 এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উস্তি থানার নাজরা এলাকা থেকে ধনঞ্জয় মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উস্তি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় এই ডাকাতি চক্রের লুট করা চোরাই সোনা কিনতো এই ব্যক্তি। পাশাপাশি তার বিরুদ্ধে আরও অভিযোগ, অভিযুক্ত ধনঞ্জয় মন্ডল তৃনমূলের একজন সক্রিয় কর্মী। উস্তি থানা এলাকায় তার একটি সোনার দোকান রয়েছে। ইতিমধ্যেই তার সোনার দোকান সিল করে দিয়েছে উস্তি থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। 

{ads}

News Police have finally arrested five robbers Betberia railway station Baruipur police station South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :