header banner

আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কাউন্সিলর এর উপর হামলার অভিযোগ

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা কৃষ্ণ কালিতলা মোড় এলাকায়। এই ঘটনায় পুলিশ অস্ত্র সহ আটক করে তিন যুবককে।

{link}

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূলের মনোনীত জনপ্রতিনিধি গোষ্ঠ ভট্টাচার্যের উপর অতর্কিতভাবে হামলা করে কয়েকজন যুবক। জনপ্রতিনিধি কে বাঁচাতে গিয়ে সাময়িকভাবে ধস্তাধস্তি শুরু হয় উভয় পক্ষের মধ্যে। সেই সময় গোষ্ঠ বাবুর সঙ্গী-সাথীরা তিনজন যুবককে ধরে ফেলে। বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপরেই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দূটি বাইক। ইতিমধ্যেই পুলিশ ওই তিন যুবককে গ্রেফতার করেছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, ওই দুষ্কৃতীরা প্রত্যেকেই সক্রিয় বিজেপি কর্মী। এদিন কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য বলেন, এই প্রথম নয়। ২০১৯ সাল থেকেই তার ওপর আক্রমণ চালানোর একটা চক্রান্ত চলছে। এর আগেও একাধিকবার সন্দেহজনক ভাবে অনেককে আটক করা হয়েছিল। রবিবার সন্ধ্যে বেলা থেকেই অভিযুক্ত ওই ছয় ব্যাক্তি দলীয় কার্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিলেন। যে কারণে তাদের উপর সন্দেহ হয় এবং পৌরসভার কর্মীরা তাকে বাড়িতে পর্যন্ত এগিয়ে দিতে আসেন।

{link}

তিনি আরও বলেন,ওই কর্মীরা না থাকলে হয়তো তিনি প্রাণে বাঁচতেন না। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। বাকি তিন ব্যাক্তিকেও খোঁজার চেষ্টা চলছে এমনটাই পুলিশ সূত্রের খবর। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

{das}
 

News Politics Allegations of attacking a TMC Councilor BJP Nabadwip Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :