header banner

এবার চাকরি নিয়ে স্বজনপোষণের অভিযোগ বিজেপির দুই বিধায়ক এর বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ শুধুমাত্র তৃণমূল কর্মীদের বিরুদ্ধে নয়, চাকরি নিয়ে এবার বিজেপির বিধায়কদের বিরুদ্ধেও স্বজনপোষণের অভিযোগ উঠল। আর সেই অভিযোগ তুলল স্বয়ং বিজেপি দলেরই এক জেলা সদস্য। দুর্নীতির অভিযোগ তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে মেইল করেছেন বলেও জানা যায়।

{link} 

সূত্রের খবর, নদীয়ার দক্ষিণ জেলা বিজেপি সংগঠনের সদস্য তথা কল্যাণীর বাসিন্দা পার্থ চ্যাটার্জি কেন্দ্রের বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে মেইল করে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং নদীয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম চন্দ্র ঘোষ নিজেদের ক্ষমতা বলে পরিবারের লোকজনদের কল্যাণী এমস হাসপাতালে চাকরি করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, নীলাদ্রি শেখর দানা নিজের কন্যাকে এবং বঙ্কিম ঘোষ নিজের পুত্রবধূকে চাকরি করিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই তার এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। অভিযোগকারী বিজেপি সদস্য পার্থ চ্যাটার্জি বলেন, বহু বিজেপি কর্মীরা শাসক দলের হাতে আক্রান্ত হয়েছেন এবং বিজেপি করার অপরাধে প্রাণও হারিয়েছেন। তাদের সংসার কিভাবে চলবে সেদিকে বিজেপির জনপ্রতিনিধিরা কোন খেয়াল রাখছেন না। শুধুমাত্র নিজেদের পরিবারের সদস্যদের চাকরি দিতেই ব্যস্ত তারা। যদিও এই বিষয় নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কল্যাণী তৃণমূলের শহর সভাপতি বলেন, এটি শুধুমাত্র প্রথম ঘটনা নয়। কল্যাণী এমস এ বহু বিজেপি জনপ্রতিনিধিরা আছেন যারা এই স্বজনপোষণ এবং দুর্নীতির সঙ্গে যুক্ত।

{link}

যদিও এ বিষয়ে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে তার পুত্রবধূ এমস হাসপাতালে চাকরি পেয়েছেন। সেই কারণে স্বজনপোষণের কোন প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন এমস কর্তৃপক্ষ কাউকে সরাসরি নিয়োগ করে না। দুটি সংস্থা রয়েছে তার মাধ্যমেই নিয়োগ করা হয়। এক বছরের চুক্তিভিত্তিক পরীক্ষা দিয়ে তার পুত্রবধূ চাকরি পেয়েছেন। সেই প্রমাণ তার কাছে রয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য এর আগেও একাধিক বার দেখা গিয়েছিল কল্যাণী এমস হাসপাতাল এর গেটের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ করতে এবং বিজেপি মন্ত্রীদের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে। যদিও পুরো বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে।

{ads}  
 

News Politics allegations of nepotism against BJP MLA's over job Home Minister Amit Shah TMC Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :