header banner

ত্রিপুরার ফল নিয়ে তৃণমূলকে গরুর গাড়ির হেডলাইট বলে কটাক্ষ শুভেন্দুর

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ “গরুর গাড়ির হেডলাইট”। রাজ্যের শাসক দলকে রিতীমত এই ভাষাতেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বাংলার ক্ষমতা দখলের পর তৃণমূল কংগ্রেসের অন্যতম পাখির চোখ ছিল ভিন রাজ্য ত্রিপুরা। সেই ত্রিপুরার উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস জামানত একপ্রকার বাজেয়াপ্ত করেছে বিজেপি। আর সেই নিয়ে রবিবার তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা।

{link}

শুভেন্দু অধিকারীর বক্তব্যের জন্য রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসও। রবিবার নন্দীগ্রামে বিজেপির এক কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারী বলেন, তিনি যা বলেছিলেন তাই তাই হয়েছে। তোলামূল পার্টি চতুর্থ হয়েছে। সবগুলো আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির। গরুর গাড়ির হেডলাইট। এই চোর, তোষণ বাজ পার্টিকে কেউ কোথাও গ্রহণ করতে পারে না। বাংলায় ছাপ্পা হয় বলেই এরা আছে। যে দিন ছাপ্পা ভোট বন্ধ হবে সেদিন এরা থাকবে না। শনিবার কলকাতার মল্লিক বাজারে হাসপাতালের ছাদ থেকে রোগীর ঝাঁপ দেওয়ার ঘটনায় শুভেন্দু কটাক্ষ ছঁড়ে দেন শাসক দলের বিরুদ্ধে। তিনি বলেন, আড়াই ঘন্টা ধরে দমকল ও পুলিশ বসে থেকেও দায়িত্ব পালন করতে পারে না। সেটা রাজ্যের মানুষ দেখেছে।

{link} 


এদিকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সোমবার থেকে পথে নেমেছে তৃণমূল। তিনি কার্যত চাঁচাছোলা ভাষায় বলেন, জাহান্নামে গেলেও কিছু করতে পারবে না। নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহের বলেন, ত্রিপুরায় কি হয়েছে ত্রিপুরার মানুষ জানেন। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন শুভেন্দু অধিকারী। সেই স্বপ্ন পূরণ হয়নি। আগামী দিনেও কোনদিন পূরণ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, বিজেপি শাসিত রাজ্যে তেমন উন্নয়ন হয়নি। রাজনীতিতে টিকে থাকার জন্য তিনি এইসব মন্তব্য করছেন। মানুষ এইসব কিছুর বিচার করবে।

{ads}
 

News Politics TMC BJP leader Shuvendu Adhikari Tripura Nandigram East Medinipur West Bengal India নন্দীগ্রাম সংবাদ

Last Updated :