header banner

জেলার নাম পরিবর্তনের কারনে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপির বিক্ষোভ নদীয়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ সোমবার নবান্নে ৭টি নতুন জেলার নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই নিয়ে নদীয়া জেলার মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এসএসসি দুর্নীতি এবং জেলার নাম পরিবর্তনকে সামনে রেখে এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি সংগঠন। মঙ্গলবার নদীয়ার রানাঘাট বিজেপি সংগঠনের পক্ষ থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।

{link}

এসএসসি দুর্নীতি নিয়ে গোটা রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। তার মধ্যে দিন কয়েক আগেই নদীয়া জেলাকে দুই ভাগে ভাগ করার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদীয়াকে দুই ভাগ করে রানাঘাট জেলা হিসেবে নতুন জেলা তৈরির কথা ঘোষণা করেছেন তিনি।। এরপরেই নদীয়া জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায় সাধারণ মানুষসহ বিরোধী রাজনৈতিক দলগুলিকে। নদীয়া জেলা সাংস্কৃতিক জেলা। পাশাপাশি এটি মহাপ্রভুর জেলা। সেই কারণেই জেলার নাম মুছে দিয়ে রানাঘাট জেলা হিসাবে নাম রাখা কিছুতেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষ সহ বিরোধীরা।

{link}

মঙ্গলবার মূলত তার প্রতিবাদেই এদিন রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি সংগঠন। এ বিষয়ে রানাঘাট বিজেপির মন্ডল সভাপতি শুভদীপ পদ্দার বলেন, যেভাবে গোটা রাজ্য জুড়ে একের পর এক মন্ত্রী দুর্নীতিতে যুক্ত হচ্ছেন এবং সংস্কৃতির জেলাগুলিকে ভাগ করে তার নাম মুছে ফেলা হচ্ছে তার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে তাদের এই অবরোধ। তবে পুলিশের তত্ত্বাবধানে বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব।

{ads}
 

News Politics BJP Protest procession SSC Scam Ranaghat Nadia West Bengal India রানাঘাট নদীয়া সংবাদ

Last Updated :