header banner

তৃণমূলে ভোট দেওয়ায় বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ তৃণমূলে ভোট দেওয়ার কারণে গতকাল দুপুরে বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে বেধড়ক মারধরের অভিযোগ নির্দল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাইন পাড়া এলাকায়। ঘটনার ফলে ওই পরিবারের লোকজন বেশ আতঙ্কের মধ্যে রয়েছে।

{link}

সূত্রের খবর,ওই ওয়ার্ডের একটি পরিবার দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত। আসন্ন পৌরসভা নির্বাচনে গোষ্ঠী কোন্দল এর ফলে ওই ওয়ার্ডে তৃণমূলের কিছু একাংশ সমর্থক যারা নির্দল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই নির্দল সমর্থকদের সঙ্গে তৃণমূলের একাংশের গোষ্ঠী কোন্দল লেগেইছিল। গতকাল হঠাৎ দুপুরবেলায় বেশ কিছু নির্দল সমর্থক একটি বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে বেধড়ক মারধর করে। বাদ যায়নি শিশুরাও। ওই পরিবারের সদস্য আজমিরা বিবির অভিযোগ, তৃণমূলে ভোট দেওয়ার কারণেই তাদের ওপর এই আক্রমণ করেন নির্দল সমর্থিত দুষ্কৃতীরা।

{link}

 মঙ্গলবার সকালে পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ শান্তিপুর থানায় দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরভোটের আগে থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে দ্বন্দ,ভোটের পরেও যার কোন সুরাহা নেই। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ।

{ads} 
 

News Politics TMC Non partisan supporters Grassroots voting Shantipur Nadia West Bengal India তৃণমূল কংগ্রেস নদীয়া সংবাদ

Last Updated :