header banner

বাঁকুড়ায় এসএসসি দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ভারতীয় জনতা যুব মোর্চা সংগঠনের

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ এসএসসি চাকরি নিয়ে বেনিয়ম এবং চাকরী প্রার্থীদের সঙ্গে দীর্ঘ দিনের বঞ্চনার অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলো ভারতীয় জনতা যুব মোর্চা সংগঠন। সোমবার ঐ সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলা কমিটির তরফ থেকে শহরের মাচানতলা এসএসসি দপ্তর 'আচার্য ভবনে'র সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন।{link} 

এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সাংগঠনিকের সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। এ বিষয়ে তিনি বলেন, রাজ্য জুড়ে এসএসসি তে দুর্নীতি হয়েছে। আদালতের নির্দেশে বাঁকুড়া জেলার ১৫ টি স্কুলে ১৫ জন অশিক্ষক কর্মীর বেতন বন্ধ করা হয়েছে। সব ক্ষেত্রেই বাঁকুড়ার শিক্ষিত ও মেধাবী ছেলেদের বঞ্চিত করা হচ্ছে বলে তার অভিযোগ। তিনি আরও জানিয়েছেন, তৃণমূলের এজেন্টরা এইসমস্ত দুর্নীতির সঙ্গে জড়িত।

{link}

বাঁকুড়া জেলার তৃণমূলের এজেন্টদের মাধ্যমে কলকাতার নামীদামী লোকেদের কাছে চাকরী বিক্রি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। যার ফলে চাকরী প্রার্থীরা আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। তাদের দাবি, এর দায় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পরেশ অধিকারীকে নিতে হবে।

{ads}
 

News Politics Bharatiya Janata Juba Morcha SSS office TMC Chief Minister Mamata Banerjee Education Minister Bankura District Committee Machantala Bankura West Bengal India বাঁ

Last Updated :