header banner

নির্বাচনী প্রচারে এসে আনিস হত্যাকান্ড নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী কে আক্রমণ সুজন চক্রবর্তীর

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ কার নির্দেশে ঘটনাটি ঘটেছে,ওসি না পিসি? সঠিক তদন্ত হলেই বোঝা যাবে। নদীয়ার নবদ্বীপে পুরসভা নির্বাচনী প্রচারে এসে আনিস হত্যাকাণ্ড নিয়ে নাম না করেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এরূপ মন্ত্যব্য করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।

{link}

 সূত্রের খবর,শুক্রবার নদীয়ার নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করতে আসেন সিপিআইএম এর পলিটব্যুরোর সদস্য সুজন চক্রবর্তী। সুজনবাবু ছাড়াও এই দিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএমের নদীয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুমিত বিশ্বাস সহ অন্যান্য বামপন্থী নেতৃত্ব বর্গ। শতাধিক দলীয় কর্মী সমর্থক ও বাম নেতৃত্বের উপস্থিতিতে এ দিনের পদযাত্রাটি নবদ্বীপ তেঘড়ি পাড়া বাজার সংলগ্ন সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করার পর প্রাচীন মায়াপুর এলাকায় এসে শেষ হয়।

{link} 

প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বাবু বলেন,”আনিস কান্ডে যিনি তদন্ত করুক না কেন বিচার বিভাগের আওতায় যেন তারা থাকে”। এর পাশাপাশি নির্বাচন নিয়ে তিনি বলেন “তৃণমূল এবং বিজেপি কে রুখে দিতে পারে একমাত্র বামফ্রন্ট। বামপন্থীরা ছাড়া কোন বিকল্প নেই। মানুষের এই বিশ্বাস ক্রমশ বাড়ছে”। তবে এই বিশ্বাস আসন্ন পুরসভা নির্বাচনে সিপিআইএম কে কী ফল দেয় সেদিকেই তাকিয়ে বামফ্রন্ট সহ রাজনৈতিকমহল।

{ads}

News Politics CPIM TMC Chief Minister Mamata Banerjee Sujan Chakrraborty Municipal election campaign Navadwip Nadia West Bengal India সিপিআইএম সুজন চক্রবর্তী নদীয়া সংবাদ

Last Updated :