header banner

অপদার্থ পার্টি বিজেপি, বাঁকুড়ার কর্মীসভা থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ একটা অপদার্থ পার্টি জুটেছে। মনে হয় কবে এরা দেশ থেকে বিদায় নেবে। বুধবার ঠিক এই ভাষাতেই বাঁকুড়ার কর্মীসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এপ্রসঙ্গে বলতে গিয়ে আরো বলেন, এরা শকুনির মতো বসে থাকে, কে কখন মারা যাবে। একটাও ভালো কাজের চিন্তা নেই।

{link}

এদিন ফের একশো দিনের কাজ প্রকল্পকে নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, কাজ করার ১৫ দিনের মধ্যে প্রকল্পের কর্মীদের টাকা দেওয়ার কথা। মুখ্যমন্ত্রীর দাবি, গত পাঁচ মাস ধরে টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। আর এই টাকা দেওয়ার দাবিতে আগামী ৫-৬ জুন ‘নরেন্দ্র মোদি একশো দিনের টাকা দাও নইলে তুমি বিদায় নাও' স্লোগানকে সামনে রেখে দলের সর্বস্তরে কর্মসূচীর নির্দেশ দেন তিনি। রেলে ৯০ লক্ষ শূণ্যপদ বাতিল করা হয়েছে এই অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, 'এরা আস্তে আস্তে পুরো দোকানটাই তূলে দেবে'। রেল, কয়লা, সেল, ইন্সিওরেন্স বিক্রি করে দিচ্ছে। মানুষকে একদিকে গম দেওয়া হচ্ছে না, অন্যদিকে ভোটের আগে উজ্জ্বলা যোজনায় গ্যাস দেওয়া হলেও এখন তা হাওয়ায় উড়ে গেছে। কয়লা, গোরু পাচার কাণ্ডে ইডি-সিবিআই তদন্ত নিয়েও কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বন্দি করে কি লাভ হলো? ঐ ঘটনার পর 'ভেজালে ভর্তি হয়ে গেল। মোদি-অমিত শাহ্ আপনাদের জবাব দিতে হবে। ২০২৪ এ বিজেপি আর ক্ষমতায় আসছেনা বলেও তিনি ভবিষ্যৎবাণী করেন।

{link}

 তৃণমূল নেত্রী এদিন সভার শুরুতেই জানিয়ে দেন, সঙ্গীত শিল্পী কে.কে কে শেষ শ্রদ্ধা জানাতে তিনি অণ্ডাল হয়ে আকাশপথে সোজা দমদম বিমান বন্দরে যাবেন। আর সেই কারণে সভার সময় এগিয়ে আনার পাশাপাশি সময়ও সংক্ষিপ্ত করা হবে। এদিন সভামঞ্চে মাত্র ২৫ মিনিট ছিলেন তিনি। তারপরেই সভামঞ্চ ছাড়েন তিনি।

{ads}
 

News Politics Chief Minister Mamata Banerjee attacked Bjp from rally in Bankura Narendra Modi Amit Shah Bankura West Bengal India মমতা ব্যানার্জী বাঁকুড়া সংবাদ

Last Updated :