header banner

নদীয়ার কুপার্স ক্যাম্পে শাসক দলকে কটাক্ষ শুভেন্দুর

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ গোটা ভারতবর্ষে সন্ত্রাসবাদীদের সাপ্লাই করার দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি। তাই সবাইকে সাবধান হওয়ার অনুরোধ করবো। বুধবার নদীয়া রানাঘাট কুপার্স ক্যাম্প এর একটি নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজ্যের শাসক দলকে এই ভাষাতে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

{link}

কয়েকদিন পরেই রানাঘাট থানার কুপার্স ক্যাম্প পৌরসভার নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে দলের কর্মীদের মনোবল বাড়াতে  বিজেপির পক্ষ থেকে একটি দলীয় কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিজেপির একাধিক বিধায়ক সহ জেলার প্রথম সারির নেতৃত্বরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের নাম জড়িয়েছে। শুধু দিল্লি নয় সারা ভারত বর্ষ জুড়ে সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর এখন পশ্চিমবঙ্গ।

{link}

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ থেকে সন্ত্রাসবাদি সাপ্লাই করেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর পাশাপাশি তিনি বলেন কয়লা পাচার কাণ্ডে সিবিআই যাকে অপরাধী মনে করেছে তাকে গ্রেপ্তার করেছে। আদালতে গেলেই প্রমাণিত হয়ে যাবে কে দোষী । পাশাপাশি তিনি বলেন কুপার্স ক্যাম্প নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটে বিজেপি জয়লাভ করবে।

{ads}
 

News Politics Mamata Banerjee Bjp Suvendu Adhikary Coopers Camp Ranaghat Nadia West Bengal India রানাঘাট নদীয়া সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article