header banner

নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ  তৃণমূল পরিচালিত নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবার মাঠে নামলো বিরোধী দল বিজেপি। সোমবার সকাল থেকে কার্যত উত্তপ্ত হয়ে উঠলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে  বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে ছুটে আসে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ।

{link} 

সোমবার সকাল থেকেই নন্দীগ্রামের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত ও আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকেরা। পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ কর্মীরা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় নন্দীগ্রামে। বিক্ষোভকারীদের অভিযোগ, সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত ও আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই প্রধান একাধিক দুর্নীতি করেছেন। অবৈধভাবে রাস্তার পাশে বড় বড় গাছ কেটে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। এছাড়াও তারা জানান, একশো দিনের প্রকল্পের টাকা কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে। এইসব ছাড়াও ওই পঞ্চায়েত প্রধানরা আরও একাধিক দুর্নীতিমূলক কাজ করেছেন বলে তাদের অভিযোগ। এ বিষয় নিয়ে একাধিকবার প্রশাসনের আধিকারিকদের লিখিত অভিযোগ জানালেও কোন সুরাহা মেলেনি। প্রশাসন এ বিষয়ে গুরুত্ব না দিলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

{link} 

এই বিষয়ে এক বিজেপি সমর্থক বলেন, সারা রাজ্যজুড়ে চোর ধরো জেল ভরো কর্মসূচি পালিত হচ্ছে। সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত ও আমদাবাদ গ্রাম পঞ্চায়েতেও প্রচুর চুরি হয়েছে। তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। মন্ডল সভাপতি অরূপ জানার নেতৃত্বে তারা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। অবিলম্বে আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। নন্দীগ্রামের তৃণমূল নেতা দাবি, বিজেপি এইসব নিয়ে অহেতুক  রাজনীতি করছে। এই নেতাদের পাশে কোন জনগণ নেই। এদের লজ্জা পর্যন্ত নেই। গত বিধানসভা নির্বাচন ও পুর নির্বাচনে এত বড় থাপ্পড় খাওয়ার পরও এদের হুঁশ ফেরেনি। যদিও এ বিষয়ে নন্দীগ্রামের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত ও আমদাবাদ ১ গ্রাম পঞ্চায়েতের  দুই প্রধানের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

{ads}
 

News Politics Corruption TMC BJP Protest Subhendu Adhikari Nandigram East Medinipur West Bengal India নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর সংবাদ

Last Updated :