header banner

ডি ওয়াই এফ আই এর ১১ তম সর্বভাবতীয় সম্মেলন উপলক্ষ্যে ম্যারাথন দৌড় হাওড়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ সর্বভারতীয় সম্মেলন উপলক্ষ্যে ‘ডি ওয়াই এফ আই’ রাজ্য কমিটির উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হল হাওড়ায়। শনিবার সকালে পায়রা উড়িয়ে দৌড়ের সূচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, হাওড়া জেলা সম্পাদক সরোজ দাস এবং জেলা সভাপতি সুভাষ দে সহ প্রমুখ।

{link}

আগামী ১২ ই মে থেকে কলকাতায় শুরু হতে চলেছে ডি ওয়াই এফ আই এর ১১ তম সর্বভাবতীয় সম্মেলন। চলবে ১৫ ই মে পর্য্ন্ত। সম্মেলন সফল করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন প্রচার কর্মসূচী। তারই অঙ্গ হিসেবে শনিবার হাওড়া কদমতলা থেকে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় রাজ্য কমিটির পক্ষ থেকে। দৌড়ে অংশগ্রহণ করেন শতাধিক যুব কর্মী। শনিবার সকালে কদমতলা বাসস্ট্যান্ড থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। সেখান থেকে হাওড়া ময়দান, বঙ্কিম সেতু, হাওড়া ব্রিজ হয়ে মৌলালি দীনেশ মজুমদার ভবনের (সংগঠনের রাজ্য দপ্তর) সামনে গিয়ে শেষ হয়।

{link}

এ বিষয়ে ধ্রুবজ্যোতি সাহা বলেন, সরকার যখন সাংস্কৃতিক ক্রীড়া মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন, সেই সময়ে দাঁড়িয়ে সেই মঞ্চ যাতে সাধারণ মানুষ ও যুবদের মঞ্চ থাকে সেই বার্তা দিতে বা সেই লক্ষ্যে এই ধরনের কর্মসূচী তারা নিয়েছেন। এছাড়াও সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি যুবদের উদ্দ্যেশে বার্তা দিয়ে বলেন,সম্প্রীতিকে সামনে রেখে বিভেদ ভুলে এক হয়ে কাজ ও শিক্ষার দাবিতে সাধারণ যুবরা যেন রাস্তায় এসে দাঁড়াক।

{ads} 
 

News Politics DYFI was organized a marathon race in Howrah State secretary Meenakshi Roy Kadamtala bus stand Howrah West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :